Image
MCQ
21701. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?
সেমিকোলন
দাঁড়ি
কমা
কোলন
21702. 'কমা' কোথায় বসে?
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
কোনো অপূর্ণ বাক্যের পর
সম্বোধন পদের পরে
প্রশ্ন বোঝানোর জন্য
21703. 'শীতার্তকে বস্ত্র দাও'- এখানে শীতার্তকে কোন কারকে কোন বিভক্তি?
সম্প্রদানে চতুর্থী
সম্প্রদানে শূন্য
নিমিত্তার্থে
সম্প্রদানে ষষ্ঠী
21704. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
৫মী
৭মী
৬ষ্ঠী
৩য়া
21705. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
বাক্য সংকোচনের জন্য
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
বাক্যের সৌন্দর্যের জন্য
বাক্যকে অলংকৃত করার জন্য
21706. 'সৎপাত্রে কন্যা দান করিও।'- এখানে সৎপাত্রে কোন কারক?
কর্মকারক
সম্প্রদান কারক
করণ কারক
কর্তৃ কারক
21707. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না-
বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
শ্বাস বিরতির জায়গা দেখাতে
বাক্যকে অলংকৃত করতে
বক্তার মেজাজ স্পষ্ট করতে
21708. 'এই নদীর মাছ বড়' বাক্যে 'নদীর' কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অপাদানে ৬ষ্ঠী
অধিকরণে ৬ষ্ঠী
অপাদানে শূন্য
21709. 'লোকমুখে এই কথা শুনেছি।' কোন কারক?
করণ
অপাদান
কর্ম
অধিকরণ
21710. কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা যায়?
দ্বারা
21711. বাঘের ভয়ে সকলে ভীত। 'বাঘের' কোন কারক?
কর্মকারক
অধিকরণ কারক
অপাদান কারক
কর্মকারক
21712. 'সারারাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর।
অপাদান কারক
কর্তৃকারক
অধিকরণ কারক
করণকারক
21713. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
৯টি
১১ টি
১০ টি
১২ টি
21714. 'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?
অপাদান কারক
করণ কারক
অধিকরণ কারক
কর্তৃকারক
21715. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
দাঁড়ি
কোন চিহ্ন নয়
কমা
সেমিকোলন
21716. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
হাইফেন
সেমিকোলন
ড্যাশ
কমা
21717. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
প্রমথ চৌধুরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
21718. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ডিসেম্বর ১৬, ১৯৭১
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
২৬ মার্চ, ১৯৭১
পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
21719. বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে?
দাঁড়ি
কমা
কোলন
ড্যাস
21720. পাদচ্ছেদ কার পরিভাষা ?
কমা
কোলন
সেমিকোলন
প্যারাগ্রাফ