Image
MCQ
2221. প্রোগ্রামের নিয়ন্ত্রণ এক স্থান হতে অন্যস্থানে ২৭ স্থানান্তর করার জন্য কোন ধরনের instruction ব্যবহৃত হয়?
Jump instruction
Call instruction
Comparator instruction
কোনোটিই নয়
2222. ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (Vertical) লাইনের সমন্বয়ে গঠিত। এ লাইনকে কী বলে?
রাং (Rung)
পাওয়ার রেল (Power rail)
ল্যাচিং (Latching)
None of them
2223. পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যেগুলো ডাটা ধরে রাখতে পারে এবং রিলের মতো কাজ করে, তার নাম কী?
Master Control Relay
Internal Relay
Battery-backed Relay
None of them
2224. নিচের কোন প্রোগ্রামটি মেইন প্রোগ্রাম থেকে আলাদা এবং একটি নির্দিষ্ট কার্যক্রমকে সম্পন্ন করে?
Comparator instruction
Subroutine instruction
Call instruction
Jump instruction
2225. সাবরুটিনকে Call up করার জন্য নিচের কোন ইনস্ট্রাকশনটি ব্যবহৃত হয়?
RET instruction
Comparator instruction
Call instruction
Jump instruction
2226. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয় তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
All of them
2227. PID কন্ট্রোলার নিচের কোথায় ব্যবহৃত হয়?
ইন্ডাস্ট্রিয়াল ওভেন
প্লাস্টিক ইনজেকশন মেশিনারি
প্যাকিং ইন্ডাস্ট্রি
উপরের সবগুলো
2228. পিএলসি-তে কত প্রকার কাউন্টার ব্যবহৃত হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2229. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তার নাম কী?
Integral Control
Derivative Control
Proportional Control
None of them
2230. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এররের সমানুপাতিক হয়, তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
None of them
2231. যে ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনীর মাধ্যমে বৈদ্যুতিক পালস গননা করা হয়, তার নাম কী?
Timer
Counter
Register
Comparator
2232. Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে নিচের কোন Relay বাবহৃত হয়?
Battery-backed Relay
Master Control Relay
Internal Relay
All of them
2233. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রোপরশনাল ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ কন্ট্রোলারের আউটপুট যোগ করে পাওয়া যায়, তার নাম কী?
ডেরিভেটিভ কন্ট্রোলার
PID কন্ট্রোলার
ইন্টিগ্রাল কন্ট্রোলার
কোনোটিই নয়
2234. জাম্প ইনস্ট্রাকশন কত প্রকারের হয়ে থাকে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2235. ইন্টারনাল রিলের মধ্যে যার মাধ্যমে অনেকগুলো আউটপুট সম্বলিত প্লান্টের ল্যাডার ডায়াগ্রামের সম্পূর্ণ অংশ টার্ন-অন বা টার্ন-অফ করা যায়, তার নাম কী?
Master Control Relay
Battery-backed Relay
One-shot operation
Set-Reset Operation
2236. প্রোগ্রাম এক্সিকিউশনের ধারাবাহিক প্রক্রিয়াকে সাধারণত কী বলা হয়?
Sequencing
Timing
Counting
None of them
2237. পাওয়ার রেল (Power rail) এর মাঝখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে কী বলে?
Rung
Power rail
Latching
All of them
2239. পিএলসি-তে নিচের কোন ডিভাইসটি বিল্ট-ইন ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
টাইমার
কাউন্টার
রেজিস্টার
কোনোটিই নয়
2240. সাবরুটিন শেষে মেইন প্রোগ্রাম-এ ফিরে আসার জন্য নিচের কোন ইনস্ট্রাকশনটি ব্যবহৃত হয়?
Jump instruction
Call instruction
RET instruction
None of them