Image
MCQ
23041. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
সাধারণ বিশ্লেষণ
বিশেষভাবে বিশ্লেষণ
সাধারণ সংশ্লেষণ
বিশেষভাবে সংযোজন
23042. 'Morphology' বঙ্গানুবাদ হলো-
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
অর্থতত্ত্ব
বাক্যতত্ত্ব
23043. 'ণ-ত্ব ও ষ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
বাক্যতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
অভিধানতত্ত্ব
রূপতত্ত্ব
23044. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
23045. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
বাক্যতত্ত্ব
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
23046. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
23047. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্য প্রকরণ
23048. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?
গাজীপুর
সিলেট
চট্টগ্রাম
নোয়াখালী
23049. একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে?
উপরচন্দ্র বিদ্যাসাগর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পাণিনি
কোনটিই নয়
23050. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
23051. রূপতত্ত্বের অপর নাম কী?
বাক্যতত্ত্ব
পদক্রম
ধ্বনিতত্ত্ব
শব্দতত্ত্ব
23052. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
হরিচরণ দে
রাজশেখর বসু
অশোক মুখোপাধ্যায়
23053. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ভাষাতত্ত্ব
বাক্যতত্ত্ব
23054. 'শব্দতত্ত্ব' এর অপর নাম কি?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্যতত্ত্ব
23055. ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
পদক্রম
23056. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
বাক্যতত্ত্ব
রূপতত্ত্ব
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
23057. 'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
রূপতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
ছন্দতত্ত্বে
23058. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ব্যাকরণ কৌমুদী
মুগ্ধবোধ ব্যাকরণ
ব্যাকরণ মঞ্জুষা
অষ্টাধ্যায়ী
23059. ব্যাকরণের কোন অংশে 'কারক' সম্বন্ধে আলোচনা করা হয়?
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে
বাক্যতত্ত্বে
23060. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি-
জন বিস্স
ডানকান ফোর্বস
জর্জ গ্রিয়ারসন
জেমস কিথ