Image
MCQ
23021. Philology শব্দের পরিভাষা কোনটি?
দর্শনবিদ্যা
ভাষাবিদ্যা
মনোবিদ্যা
ধ্বনিবিদ্যা
23022. কোনটি শুদ্ধ বানান?
কৃষিজিবি
কৃষিজীবি
কৃষীজিবি
কৃষিজীবী
23023. 'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
পদক্রম
23024. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
23025. শুদ্ধ বানানটি হচ্ছে-
নিসুতী
নিসুতি
নিষুতী
নিষুতি
23026. শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি?
আশির্বাদ
ভবিষ্যৎ
পিপিলীকা
দীর্ঘজীবি
23027. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
রসতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
ক্রিয়ার কাল
23028. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ,
দ্বিতীয়টি শুদ্ধ প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
23029. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?
৬টি
৪টি
৩টি
২টি
23030. নিচের কোন বানানটি শুদ্ধ?
আশাঢ়
আষাড়
আসাঢ়
আষাঢ়
23031. 'লেক্সেকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ধ্বনিতত্ত্ব
অর্থতত্ত্ব
শব্দতত্ত্ব
অভিধানতত্ত্ব
23032. 'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
অর্থতত্ত্বে
23033. বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
ধ্বনি
বিরাম চিহ্ন
প্রত্যয়
পদক্রম
23034. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
প্রতিশব্দ
বাগধারা
ক্রিয়া বিশেষণ
উক্তি
23035. নিচের কোন বানানটি শুদ্ধ?
চক্ষুস্মান
চক্ষুষ্মান
চক্ষুশ্মান
চক্ষুষ্মাণ
23036. কোনটি শুদ্ধ বানান?
আনুষঙ্গিক
আনুসঙ্গিক
অনুষঙ্গিক
আনুষঙ্গিক
23037. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় না?
সাৎ
সা
ষ্ণে
ষ্ণিক
23038. কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য-ষ হয়েছে?
পুষ্কক
পরিষ্কার
পুষ্ট
বর্ষীয়সী
23039. কোন বানানটি শুদ্ধ?
কনিষ্ঠ
কণিষ্ঠ
কনিষ্ঠতম
কণিষ্ঠতম
23040. সঠিক বানান কোনটি?
সুষম
সুসম
সুশম
সূসম