MCQ
2341. ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত কত?
14:1-25:1
12:1-22:1
14:1-24:1
10:1-20:1
2342. পেট্রোলিয়ামে কত ভাগ LPG থাকে?
২%
১০%
২০%
৫০%
2343. পেট্রোলিয়াম-সম্পর্কিত নিচের বাক্যগুলো লক্ষ্য কর- (i) পেট্রোলিয়াম একটি গ্রিক শব্দ (ii) এটির প্রধান ব্যবহার হলো তড়িৎ ও যান্ত্রিক শক্তি উৎপাদন (iii) পরিবহনের জ্বালানি কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i,ii, ও iii
2344. পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার ডিজেল ইঞ্জিনের তুলনায় কেমন?
কম
বেশি
অতুলনীয়
কোনোটিই নয়
2345. ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়?
ভালভ
ফ্লাইহুইল
ক্র্যাঙ্কশ্যাফট
ক্যামশ্যাফট
2346. ডিজেল ইঞ্জিন প্রথম কে আবিষ্কার করেন?
জেমস ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
2347. বহির্দহ ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে-
সিলিন্ডারের বাহিরে
কোথাও দহন ঘটে না
সিলিন্ডারের ভিতরে
কোনোটিই সঠিক নয়
2348. কোন ইঞ্জিনের মধ্যে বাতাসকে সিলিন্ডারের মধ্যে কম্প্রেস করা হয়?
পেট্রোল
ডিজেল
স্টিম
গ্যাস
2349. ডিজেল ইঞ্জিনের এগজস্ট-এর রং কেমন?
কমলা
কালো
লাল
হলুদ
2350. জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
CH3OH
C₂H5OH
পেট্রোলিয়াম
NaCl
2351. ডিজেল ইঞ্জিন প্রথম কে আবিষ্কার করেন?
জেমস্ ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
2352. একটি ভালো ইঞ্জিনের আয়তনিক দক্ষতা (Volumetric efficiency) কত প্রকার?
১০%
৭৫-৯০%
৫%
২-৮%
2353. ডিজেল ইঞ্জিনে জ্বালানি প্রজ্বলন হয় কী দ্বারা?
স্পার্ক দ্বারা
ছিটানো জ্বালানি দ্বারা
সংকোচন ঘাতে উৎপাদিত তাপ দ্বারা
ইগনিটর দ্বারা
2354. কোন ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার করা হয়?
এসআই ইঞ্জিন
সিআই ইঞ্জিন
আইসি ইঞ্জিন
ইসি ইঞ্জিন
2355. ডিজেলের Calorific value কত?
36.5 MJ/kg
38.5 MJ/kg
42.5 MJ/kg
45.5 MJ/kg
2356. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে-
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
2357. ডিজেল ইঞ্জিন একটি-
বহির্দহন ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
যান্ত্রিক ইঞ্জিন
তাপীয় ইঞ্জিন
2358. হাইপ্রেসার পাম্প কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়?
পেট্রোল
ডিজেল
স্টিম
গ্যাস
2359. নিম্নের কোন অংশটি ডিজেল ইঞ্জিন ইনজেকশন পদ্ধতির অংশ নয়?
ইনজেক্টর
হাই-প্রেসার পাম্প
কার্বুরেটর
ট্রান্সফার পাম্প
2360. ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে কী থাকে?
বাতাস
ডিজেল
ডিজেল ও বাতাসের মিশ্রণ
কোনোটিই নয়