Image
MCQ
2401. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
2402. অ্যাবজর্পশন টাইপ রেফ্রিজারেটরে COP সমান-
T1(T2-T3)/T3(T1-T2)
T3(T1-T2)/T1(T2-T3)
T1(T1-T2)/T3(T2-T3)
T3(T2-T3)/T1(T1-T2)
2403. একটি রেফ্রিজারেশনের ঠান্ডা করার ক্ষমতা 10kW। রেফ্রিজারেশনের কম্প্রেসরের পাওয়ার ৪kW, তার COP –
2.22
1.25
3
2.5
2404. রেফ্রিজারেশন সাইকেলের সোর্স ও সিংকের তাপমাত্রা যথাক্রমে 50°C এবং 100°C হলে, COP কত হবে?
7.46
6.46
2.46
5.5
2405. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর 20KJ তাপ শোষণ করে এবং 40KJ তাপ ত্যাগ করে। এটির COP কত?
1
2
3
4
2406. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
2407. রিলেটিভ কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স সমান-
তাত্ত্বিক COP/প্রকৃত COP
প্রকৃত COP/তাত্ত্বিক COP
প্রকৃত COP × তাত্ত্বিক COP
কোনোটিই নয়
2410. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর
2413. EATC-এর পূর্ণরূপ কোনটি?
Electronic Automatic Temperature Controller
Electrical Automobile Temperature Control
Electrogenograph Temperature Control
কোনোটিই নয়
2414. জ্বালানির প্রধান উপাদান কোনটি?
সালফার ও কার্বন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
2415. -20°C তাপমাত্রার 93kg বরফকে 0°C তাপমাত্রার বরফে আনতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে?
3924.6kJ
39591 kJ
2923.61kJ
3849kJ
2416. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
2418. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর প্রতি মিনিটে 20kj তাপ শোষণ করে এবং এর কন্ডেন্সার প্রতি মিনিটে 25kj তাপ পরিত্যাগ করে। রেফ্রিজারেটরটির COP কত হবে?
4.0
1.25
2.25
5.0