ব্যাখ্যা: কোন singular noun এর আগে a/an বসে যদি তা দিয়ে একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুকে বুঝায়। man শব্দটি consonant দ্বারা শুরু হয়েছে তাই এর আগে A বসবে ।
ব্যাখ্যা: A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
ব্যাখ্যা: অল্প কয়েকটি কিন্তু সবগুলো অর্থেই countable noun এর পূর্বে the few বসে এবং অল্প একটু বা সামান্য কিন্তু সবটুকুই অর্থে uncountable noun এর পূর্বে the little বসে।