Image
MCQ
26601. 'বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্যটি কোন শ্রেণির? বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
জটিল
সরল
মিশ্র
যৌগিক
26602. বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? (বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১/
আকাশে
চলন্ত
যদিও
বাতাস
26603. 'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
যৌগিক
খণ্ড
সরল
জটিল
26604. কোনটি মৌলিক শব্দ? এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
বাঁশি
তৈল
মা
জলধি
26605. গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝাতে ব্যবহৃত হয় -
Singular Number
Plural number
Both of them
none
26606. কোনটি যৌগিক বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
26607. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট? (সওজের কার্য সহকারী: ২২/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
বিদেশী শব্দ দোষ
দুর্বোধ্যতা দোষ
26608. 'একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
যৌগিক
সরল
খণ্ড
জটিল
26609. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে- (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
26610. 'পঙ্কজ' কোন শ্রেণির শব্দ? (খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২।
মৌলিক
তৎসম
যৌগিক
যোগরূঢ়
26611. কোনটি যোগরূঢ় শব্দ? ।জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১।
গায়ক
মহাযাত্রা
সন্দেশ
বাবুয়ানা
26612. Which one is the plural form of ' Genius'?
Geni
Genii
Geniusess
none
26613. Wich of the following is in plural form?
analysis
media
datum
radius
26614. 'সে কি যাবে?'- এটি কোন ধরনের বাক্য? (পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯)
আদেশমূলক
বিস্ময়সূচক
বিবৃতিমূলক
প্রশ্নসূচক
26615. নিচের কোনটি যৌগিক শব্দ? ৪৫তম বিসিএস!
প্রবীণ
সরোজ
জেঠামি
মিতালি
26616. 'নালিশটা অযৌক্তিক' কোন ধরনের বাক্য? সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯।
নেতিবাচক
প্রশ্নবাচক
অস্তিবাচক
অনুজ্ঞাবাচক
26617. কোনটি মৌলিক শব্দ? যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার। ২২
চাঁদ
প্রশাসন
বন্ধুত্ব
দায়িত্ব
26618. 'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ' কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
যৌগিক
খণ্ড
জটিল
সরল
26619. 'শবপোড়া' শব্দটির কী দোষ দেখা যায়? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী পরিচালক: ২০১
গুরুচণ্ডালী
আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
উপমার প্রয়োগে ভুল
দুর্বোধ্যতা
26620. নিচের কোনটি মৌলিক শব্দ নয়? উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২১/ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ)/২০
গোলাপ
হাত
গায়ক
ফুল