EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
27161. ইটের মুখ বা Face বরাবর সমতল করে যে পয়েন্টিং। করা হয়, তাকে বলে-
ফ্লাশ
স্ট্রাক
রেসেসড
টাক
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাশ পয়েন্টিংঃ ইটের মুখ বা ফেস বরাবর সমতল করে যে পয়েন্টিং করা হয়, তাকে ফ্লাশ পয়েন্টিং বলে। এটি সর্বাধিক প্রচলিত পয়েন্টিং। স্ট্রাক পয়েন্টিং: এ পয়েন্টিং-এ সাধারণত জোড়ের মসলার নিম্নাংশ ক্রমশ চালু এবং উপরের প্রান্ত দেওয়ালের ভিতরের দিকে 10mm পরিমাণে ঢুকানো থাকে। কর্ণক দিয়ে 60° কোণে মসলা চেপে এ পয়েন্টিং করা হয়, ফলে বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না। রেসেসড পয়েন্টিংঃ সমআকৃতির ইটের ক্ষেত্রে এই প্রকার পয়েন্টিং করা হয়। বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে রেসেসড পয়েন্টিং-এর ফেস ভাটিক্যাল করা হয়।
27162. A layer of dry bricks put below the foundation concrete, in the case of soft soils, is called [MES-18]
soiling
DPC
shoring
none of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: When the soil is soft or bad. One large of dry bricks or stone soling is applied below the foundation concrete is called soiling. The soling layer is computed in sq-ft.
27163. The plinth area of a building does not include- [MES-18]
Area of the walls at the floor level
Internal shaft for sanitary installations up to 2 sq.m in area
Lift and wall including landing
Area of cantilevered porch
27164. দুইটি ফ্লোরের মধ্যবর্তী দূরত্ব 3.6m এবং রাইজ 15cm হলে, মোট রাইজারের সংখ্যা-
24
18
20
28
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাইজার সংখ্যা = ফ্লোরের মধ্যবর্তী দূরত্ব/১ টি রাইজার-এর উচ্চতা (3.6×100)/15= 24 টি
27165. দেয়াল, কলাম এবং বিমের খাড়া পার্শ্ব-এর ফর্মওয়ার্ক খোলা হয়-
1-2 দিন পর
7 দিন পর
3 দিন পর
15 দিন পর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফর্ম ওয়ার্ক খোলার সময়- (1) দেওয়াল, কলাম, বীমের খাড়া পার্শ্ব= 1-2 দিন; (ii) স্লাবের পার্শ্ব ঠেকনা অপসারণ 3 দিন;অরুয়াইয়ের (iii) স্লাবের তলা ঠেকনা (স্প্যান যদি 4.5m পর্যন্ত) = ৭ দিন; (iv) স্লাবের তলার ঠেকনা (স্প্যান যদি 4.5m-এর বেশি হয়) = ১৪ দিন। (v) বিম ও আর্চের ঠেকনা = 14 দিন (যদি স্প্যান 6m হয়) (vi) বিম ও আর্চের ঠেকনা (স্প্যান 6m-এর অধিক) = 21 দিন। (vii) বিমের তলার পার্শ্ব (soffiu) = 7 দিন
27166. কোন সিঁড়ি ডিজাইনে মোট রাইজার ২৮টি হলে ট্রেড-
26
24
27
25
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রেড সংখ্যা =(রাইজার- 1) = 28-1=27 টি
27167. The importance of batching is to obtain- [BGFCL-17]
strength
durability
workability
none
ব্যাখ্যা: ব্যাখ্যা: Batching is the process of measuring and combining concrete. Batching accuracy is very important. The important of batching is to obtain strength. If the batching is good the strength of conctre is high. But the batching is had the strength of concrete is low.
27168. The sieve sets of coarse aggregate ranges from. (MOCA-19]
40-4.75mm
100-4.75mm
20-4.75mm
80-4.75mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন চালুনির অবশেষকে ওজনের শতকরা হারে প্রকাশ করে অ্যাগ্রিগেটের গ্রেডিং নির্দেশ করা হয়। কোর্স অ্যাগ্রিগেটের জন্য 80mm, 40m, 20mm, 10m ও 4.75mm বিশিষ্ট চালুনি ব্যবহার করা হয়।
27169. সিমেন্ট প্লাস্টারের পুরুত্ব-
5-7mm
10-12mm
6-25mm
20-30mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্ট প্লাস্টার: এ ধরনের প্লাস্টারে দুই বার লেপন দেওয়া হয়। প্রথম স্তরটি অমসৃণ থাকে। দ্বিতীয় লেপন দিয়ে মসৃণ পৃষ্ঠে পরিণত হয়। এই প্লাস্টারে পুরুত্ব (6mmm-25 mm) হয়। সিমেন্ট বালির অনুপাত।: 4 হয়। ৭ দিন কিউরিং করতে হয়।
27170. General RCC ratio is- [BREB-17)
1:6:7
1:6:8
1:1/2:1/2
1:2:4
ব্যাখ্যা: ব্যাখ্যা: This is most important part of the structure. Generally 1:2:4 and 1:15: 3 ratios of RCC are used in construction work. Where cement concrete 1:2:4 ts used; it means I part of cement, 2 part of sand and 4 part of coarse aggregate
27171. পাবলিক বিল্ডিং, হলরুম, মার্কেট, ওভার ব্রিজ ইত্যাদিতে ব্যবহৃত হয়-
হেলিক্যাল সিঁড়ি
স্পাইরাল সিঁড়ি
ডগ্-লেগড সিঁড়ি
বাইফারকেটেড সিঁড়ি
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাইফার বোটেড সিঁড়ি: যে সিঁড়িতে প্রথম বা নিম্ন ফ্লাইট-এ একসেট চওড়া ধাপের মাধ্যমে ল্যান্ডিং পর্যন্ত উঠে এর দুই বিপরীত প্রান্ত থেকে অপেক্ষাকৃত কম চড়াবিশিষ্ট দুটি ফ্লাইট- এর সাহায্যে উপরে উঠার ব্যবস্থা আছে, তাকে বাইফার বোটেড সিঁড়ি বলে। অত্যাধুনিক পাবলিক বিল্ডিং, হলরুমে, মার্কেট, ওভার ব্রিজ এ সিঁড়ি ব্যবহৃত হয়।
27172. স্ল্যাবের পার্শ্বের ঠেকনা খোলা হয়-
১-২ দিন পর
৩ দিন পর
৭ দিন পর
১৫ দিন পর
27173. যখন একই সিঁড়িঘরে সিঁড়ি এবং লিফট স্থাপনের প্রয়োজন হয়, তখন সিঁড়ি ডিজাইন করা হয়-
হেলিক্যাল
ওপেন নিউয়েল
স্পাইরাল
ডগ্-লেগড়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওপেন নিউয়েল হাফ টার্ন সিঁড়িঃ যখন একই সিঁড়িঘরে সিঁড়ি ও লিফট স্থাপনের প্রয়োজন হয়, তখন এই জাতীয় সিঁড়ি ব্যবহৃত হয়।
27174. The piece of a brick cut with its one corner equivalent to half the length and half the width of a full brick is known as: [HED-19]
Queen closer
Half-king closer
King closer
Bevelled closer
ব্যাখ্যা: ব্যাখ্যা: King closer is obtained by cutting a triangular portion of the bricks such that half a header and half a stretcher are obtained on the adjoining cut faces.
27175. The factor which affects the design of concrete mix is- [BREB-15, BGFCL-17]
fineness modulus
water-cement ratio
slump
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: The water cement ratio is the ratio of the weight of water to the weight of cement used in a concrete mix. The practical range of the w/c ratio is from about. 3 to over 0.8. But the standard value of water cement ratio 0.8.
27176. Which is used to stop the leakage of a roof? [BREB-17]
Geotextile
Calcium
Bitumen
Pudding
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bitumen is commonly used to building highways. motorways and rail networks. Bitumen has excellent water proofing properties and is widely used to stop the leakage of a roof.
27177. বিমের তলার ঠেকনা খোলা হয়-
1-2 দিন পর
15 দিন পর
3 দিন পর
7 দিন পর
27178. কাঠামোর বাইরে কোন সুউচ্চ স্থানে ওঠার জন্য কোন ধরনের সিঁড়ি ডিজাইন করা হয়?
হেলিক্যাল
স্পাইরাল
ডগ-লেগড়
বাইফারকেটেড
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্পাইরাল সিঁড়ি: প্রয়োজনীয় জাগায় অভাবে যখন কোনো পোস্টের চতুর্দিকে ওয়াইন্ডার ধাপ প্রদান করে সিঁড়ি নির্মাণ করা হয়, তাকে স্পাইরাল সিঁড়ি বলে। এই সিঁড়ি RCC বা লোহার হয়ে থাকে। পানির ট্যাংক, মসজিদের মিনার, সুউচ্চ ভবনে উঠতে ব্যবহৃত হয়।
27179. The maximum water-cement ratio for durable concrete is- (BREB-15, MES-16]
0.2
0.8
0.4
0.6
27180. Concrete are unit weight- [MES-18]
150/b/ft^3
155 lb/ft^3
145/b/ft ^3
160/b/ft ^3