EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
27181. লিন্টেলের বিয়ারিং হবে-
5-10cm
15-20cm
12-15cm
20-25cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিন্টেল-এর ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ- (i) লিন্টেল-এর বিয়ারিং (15 থেকে 20cm) হবে, এবং শক্ত সাপোর্ট-এর উপর স্থাপন করব। (ii) লিন্টেল-এর গভীরতা স্প্যানের অথবা 1/12 ব 8cm-এ বৃহত্তরটি হবে। (iii) লিন্টেল-এর প্রন্থ দেওয়ালের পুরুত্বের সমান।
27182. The roof type suitable in plains where rainfall is meagre and temperature is high is- [HED-19]
Pitched and sloping roof
Flat roof
Shell roof
None of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: A flat roof is a roof which is almost level in contrast to the many types of sloped roofs. The slope of a roof is properly known as its pitch and flat roofs have up to approximately 10° Flat roof is used to where rainfall is low and temperature is high.
27183. A pre-cast pile generally used is- [HED-19]
Circular
Rectangular
Square
Octagonal
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pre-cast Pile generally used "Square with corners chamfered
27184. For RCC construction the maximum size of coarse aggregate is limited to- (MOCA-19, BREB-15]
15mm
20mm
10mm
25mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: The maximum size of aggregates used in RCC is limited to 20 nun, for ease of compaction and workability, however 10mm, 15 mm are also used, in some exception 25 mm also is used
27185. The angle of internal friction of round grained loose sand is (MOCA-19)
5° to 25°
32° to 37°
30° to 35°
25° to 30°
27186. The number of treads in a flight is equal to- [MOCA-19]
risers in the flight
risers plus one
risers minus one
none of ese
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রতি ফ্লাইটের ট্রেডের সংখ্যা রাইজারের সংখ্যা-১।
27187. কংক্রিট আর্চ কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট আর্চ দু'প্রকার- (i) প্রিকাস্ট কংক্রিট ব্লক আর্চ (ii) মনোলিথিক আর্চ।।
27188. বসতবাড়ির সিঁড়ির প্রচলিত মাপ-
16 x 25cm
15x27cm
10 x 30cm
15 x 30cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিঁড়ির প্রচলিত মাপ (প্রতি স্টেপ) (i) বসত বাড়ি = 2.5cm x 16cm (ii) আবাসিক গৃহ = 16cm x26cm (iii) হাসপাতাল = 10 x 30cm (iv) পাবলিক বিল্ডিং = 27cm x 15cm হতে 30 x 14 (cm) ধরা হয়।
27189. The arrangement made to support an unsafe structure temporarily as- (HED -19]
Shoring
Jacking
Underpinning
Scaffolding
ব্যাখ্যা: ব্যাখ্যা: Shoring is the process of temporarily supporting a building, structure or trench with shores when in danger of during repairs. Shoring comes from shore, a timber or metal. Shoring may be vertical angled or horizontal.
27190. Vertical construction joints are provided where the shearing forces are minimum in the case of the HED-19]
Slabs
Beams
Girder
All of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: A vertical construction joint is provided when concrete pouring needs to be stopped due to some reason and then is continued again later. Construction joints are often required at the ends of beam, slab, girder, or b tic beams etc.
27191. The maximum permissible span of asbestos cement sheet is- (PPA-19]
650mm
1680mm
1250mm
810mm
27192. যখন ফ্লাইটের দিক সমকোণে অর্থাৎ 90-তে পরিবর্তন করা হয় তখন তাকে বলে-
স্ট্রেইট সিঁড়ি
ডগ্-লেগড় সিঁড়ি
কোয়ার্টার টার্ন সিড়ি
বাইফারকেটেড সিঁড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) স্টেইট সিঁড়ি: একমুখী সিঁড়ির ধাপগুলো একই দিকে থাকে। উঠার সময় কোনো মোড় নিতে হয় না। (খ) ডগলেগড সিঁড়ি: এক ফ্লাইটে থেকে অন্য ফ্লাইটে যেতে 180° কোণে দিক পরিবর্তন করতে হয়, তাকে ডগলেগ সিঁড়ি বলা হয়। (গ) কোয়াটার টান সিঁডিঃ যখন ফ্লাইট-এর দিক সমকোণ অর্থাৎ 90° কোণে পরিবর্তন করতে হয়, তাকে কোয়ার্টার টার্ন সিঁড়ি বলে। এই সিঁড়ির প্রারম্ভে ও শেষে নিউয়েল পোস্ট ব্যবহৃত হয়, তাই একে নিওয়েল কোয়ার্টার টার্ন সিঁড়ি বলা হয়।
27193. বাসস্থানের জন্য সিঁড়ির প্রস্থ-
70cm
100cm
90cm
120cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিঁড়ির গ্রন্থঃ (1) পাবলিক বিল্ডিং-এ প্রন্থ = 1.5 হতে 1.8 m পর্যন্ত (ii) আবাসিক ভবনে সিঁড়ির প্রস্থ = 90cm.
27194. যখন ফ্লাইটের দিক 180° কোণে পরিবর্তিত হয়, তখন তা কোন ধরনের সিঁড়ি?
স্ট্রেইট
ডগ্-লেগড়
কোয়ার্টার টার্ন
বাইফারকেটেড
27195. ইটের লিন্টেলে ব্যবহৃত মসলা-এর অনুপাত-
1:1
1:1.5
1:2
1:3
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের লিন্টেল: ১ মি. চেয়ে কম স্প্যানের জন্য এবং স্বল্প আরোপিত লোডের জন্য এ লিন্টেল ব্যবহৃত হয়। এই লিন্টেল-এর গভীরতা ১টি ইটের প্রস্থ বা ১টি ইটের দৈর্ঘ্যর সমান। এই লিন্টেল এ। : ও অনুপাতে সিমেন্ট মসলা অনুপাত করা হয়।
27196. পাবলিক বিল্ডিং-এ সিঁড়ির প্রচলিত মাপ-
16 x 26cm
10 x 30cm
15x27cm-14 x 30cm
সব কয়টি
27197. Separation of coarse aggregates from mortar during transportation is known as- (MOCA-19)
bleeding
shrinkage
segregation
creeping
ব্যাখ্যা: ব্যাখ্যা: Segregation of concrete is the separation of cement paste and aggregates of concrete from each other during handling and placement.
27198. লিন্টেলের গভীরতা-
স্প্যানের 1/12
8cm
কও খ-এর মধ্যে বৃহত্তরটি
সব কয়টি
27199. পাবলিক বিল্ডিং-এর জন্য সিঁড়ির প্রস্থ-
1-1.5m
1.5-1.8m
1.5-2m
1-2m
27200. সিঁড়িতে হেড রুম ধরা হয়-
1.5m
2.10m
3m
3.5m
ব্যাখ্যা: ব্যাখ্যা: হেড রুমঃ ল্যান্ডিং এবং সিলিং-এর মধ্যবর্তী দূরত্বকে হেড রুম বলা হয়। হেড রুম কমপক্ষে 2.1m-2.3m হওয়া উচিত।