MCQ
27781. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মিমি
১০ মিমি
৮ মিমি
১২ মিমি
27782. ৫ মিমি পুরু ১ বর্গমিটার কাচের ওজন-
১৩.৪৫ কেজি
১৫ কেজি
১৪.৫ কেজি
১৭ কেজি
27783. ঘরের মেঝে স্যাঁতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেয়ালে নিচে দেওয়া হয়-
RCC
Lime Concrete
DPC
Plaster
27784. ২৪ গেজি শিটের ১ কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য হয়-
২৫.৫০ মিটার
২১.৫০ মিটার
২০.০ মিটার
২২ মিটার
27785. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি
27786. ড্যাডো কেন ব্যবহার করা হয়?
মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য
মেঝেকে স্যাঁতসেঁতে রাখার জন্য
সৌন্দর্য বৃদ্ধির জন্য
দ্রুত প্লাস্টার করার জন্য
27787. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
27788. আরসিসি বিশেষ অনুপাত-
১:১.৫: ২.৫
১:১.৫:৩
১:১:২
কোনোটিই নয়
27789. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়-
গ্রিট চেম্বার
ড্রেসিং চেম্বার
স্কিন চেম্বার
কোনোটিই নয়
27790. প্রাক্কলন বলতে বুঝায়-
চূড়ান্ত খরচ
মজুরি খরচ
সম্ভাব্য খরচ
গ্রিট চেম্বার খরচ
27791. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
27792. ২৪ গেজি সিআই শিট প্রতি বর্গমিটারের ওজন-
৫ কেজি
৮ কেজি
৬ কেজি
৭ কেজি
27793. ছাদে প্লাস্টারের অনুপাত হলো-
১:৩ অথবা ১:৪
১:২ ১/ ২ অথবা ১:৫
১:৪ অথবা ১:৬
১:২ অথবা ১:৫
27794. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
55.5%
65%
50%
62.5%
27795. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
27796. দেয়ালে প্লাস্টারের অনুপাত হলো-
1:6
1:4
1:5
1:7
27797. কোনো কালভার্টের মোট ঢালাই যদি ১০,০০০ ঘনফুট হয় এবং তাতে ৫% রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলে কত কুইন্টাল রিইনফোসমেন্ট লাগবে?
২.২৩২
৩.২৩২
২.০০
২.১০
27798. বর্গাকার কলামে প্রধান চারদিকে ঘুরানো রডকে বলা হয়-
স্পাইরাল
টাই
উপরের দুটি
কোনোটিই নয়
27799. আরসিসি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
৭ মিমি
১০ মিমি
১২ মিমি
৬ মিমি
27800. কোনো কালভার্টের ডেকস্ল্যাবের ঢালাই-এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমাণ ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০৫ ব্যাগ
১৩০ ব্যাগ
১০০ ব্যাগ