Image
MCQ
27801. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binding wire) কত কেজি ধরা হয়?
২ কেজি
৩ কেজি
১ কেজি
১.৫ কেজি
27802. Splayed (স্প্রেড) type Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
30°
45°
60°
90°
27803. DPC-এর সাধারণ অনুপাত- [ΒΕΡΖΑ-23]
1:1:2
1:1.5:3
1:2:4
1:1.25:2.5
27804. বিমে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ৩%
১% থেকে ২%
১% থেকে ৫%
১% থেকে ৪%
27805. সাধারণ মাটির অ্যাংগেল অব রিপোজ- [BEPZA-23]
২৫-৩০
৩০-৪২
80-8৫
৪৫-৬০
27806. DPC-তে সিমেন্টে ওজনের শতকরা কত পাডলে ব্যবহার করা হয়?
৫%
১০%
৮%
১২%
27807. মাটি ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
১/৪ অংশ
১/৩ অংশ
১/৬ অংশ
১/৫ অংশ
27808. RCC Beam Tension Zone Laping ধরা হয় (হুক বাদে)-
80 D
৩০ D
৩৫ D
৪৫ D
27809. হুকসহ ল্যাপ Compression-এর জন্য রডের দৈর্ঘ্য হয়-
৪৮ D
৫০ D
৩৬ D
88 D
27810. বুনিয়াদে সিমেন্ট কংক্রিটের সিমেন্ট: বালি: খোয়া-
১:৩:৬ অথবা ১:৪:৮
১:২:৬ অথবা ১:৫:৭
১:৩:৪ অথবা ১:৪:৬
কোনোটিই নয়
27811. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনোটিই নয়
27812. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্ত হয়?
৫-৬ মিটার
৬-৮ মিটার
৬-৭ মিটার
৭-৮ মিটার
27813. রেলিং-এর গোড়ায় ফুটপাথ সদৃশ ঢালাইকে বলে-
হুইল গার্ড
ওয়্যার গার্ড
ব্যাটার গার্ড
কোনোটিই নয়
27814. প্রতি হুকের দৈর্ঘ্য হয়-
১০D
১৫D
১২D
৮D
27815. ল্যাপ-এর জন্য দৈর্ঘ্য (Compression)-
২০D
২৪D
৩০D
৮৮D
27816. বুনিয়াদে লাইম কংক্রিটের চুনঃ সুরকিঃ খোয়া-
১:৩:৫
১:২:৫
১:২:৬
১:১/২:৩
27817. টাই-এর দৈর্ঘ্য হলো-
কভার বাদে চারদিকে যোগফল +৩০ সেমি •
কভার বাদে চারদিকে যোগফল+ ১০ সেমি
কভারসহ চারদিকে যোগফল + ৫ সেমি•
কভার বাদে চারদিকে যোগফল + ২০ সেমি
27818. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৬ মিটার
১০ মিটার
৮ মিটার
27819. কলামে ব্যবহৃত কংক্রিটে শতকরা কত রঙ ধরা হয়?
১% থেকে ৫%
১% থেকে ২%
১% থেকে ৮%
১% থেকে ৩%
27820. রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে