3623. উল্লিখিত পরীক্ষা সমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না- 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: Explained:- Bituminপরীক্ষায় ব্যবহৃত গুলো: Penetration Test, Ductility Test, softening Point Test, Specific Gravity Test, Viscosity Test, Determination of Water Content, Determination of loss on heating. 
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
 1. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না-Compressive strength test. 2. বিটুমিনের গ্রেড কোন test এর মাধ্যমে নির্ণয় করা হয়- Penetration test. 3. যে বিটুমিনে Penetration test করলে Penetration value 8 mm to 10 mm এর মধ্যে হয়, তাকে কী বলে-80/100 grade bitumen. 4. Bitumen এর float test এর সাহায্যে নির্ণয় করা হয়- Consistency. 5. Bitumen এর softening point test এ নির্ণয় করা হয়- নমনীয় হওয়ার তাপমাত্রা। 6. Bitumen এর Flash point & fire point test এ নির্ণয় করা হয়- আগুন ধরার তাপমাত্রা। 7. Bitumen এর Spot test এ নির্ণয় করা হয় -চিড় ধরা নির্ণয় করা।