MCQ
3901. কম্পাস জরিপ করা যায় না-
লোহার খনি এলাকায়
জলাভূমি এলাকায়
স্বর্ণখনি এলাকায়
সামাড়িয়া এলাকায়
3902. A hyetograph is a graphical representation of
Rainfall intensity and time
Rainfall depth and time
Discharge and time
Cumulative rainfall and time
3903. কর্ণফুলী বাঁধ প্রকল্পের স্পিলওয়েতে গেটের সংখ্যা-
10টি
16টি
15টি
১৪টি
3904. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়-
কম্পাস
টেপ
ক্লিনোমিটার
থিওডোলাইট
3905. 150° পূর্ণবৃত্ত বিয়ারিং- এর হ্রাসকৃত বিয়ারিং-
S 30°E
S 30°W
N 10°E
N 10°W
3906. বাংলাদেশের নদীগুলো কোন ধরনের?
Meandering
Aggarding
Degrading
কোনটি নয়
3907. সর্বাধিক প্রচলিত প্লেনোমিটার-
আধুনিক প্লেনোমিটার
রোলার প্লেনোমিটার।
অ্যমসলারের প্লেনোমিটার
পিথাগোরাসের প্লেনোমিটার
3908. জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য পরিপক্ব করার সময় পর্যন্ত ব্যবহৃত মোট পানির গভীরতাকে বলে-
ডিউটি
ডেল্টা
বেইস পিরিয়ড
ক্রপস পিরিয়ড
3909. In plane table surveying—
curvature of earth taken into consideration.
curvature of earth is not taken into consideration.
the survey extend over small area the survey extend over large area
both and
3910. বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম সেচ প্রকল্প-
গঙ্গা কপোতাক্ষ
তিস্তা বারেজ
ঢাকা- নারায়নগঞ্জ
পুরাতন ব্রহ্মপুত্র
3911. Which of the following methods is used to estimate flood discharge based on high water marks left over in the past?
Slope-area method
Area-velocity method
Moving bout method
Ultrasonic method
3912. 200 m দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের বিয়ারিং 30° হলে দ্রাঘিমাংশ কত?
173.2 m
100m
203.2 m
200m
3913. খোলা কূপের ক্ষরা ক্ষমতা কত?
0.004 কিউমেক
0.04 কিউমেক
0.002 কিউমেক
0.4 কিউমেক
3914. একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য-
0°
180 °
90°
360°
3915. ছোট ছোট এলাকার জন্য কোন সেচ পদ্ধতি উপযোগী?
প্রত্যক্ষ
পরোক্ষ
পিরিনিয়াল
কূপ সেচ
3916. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং- এর পার্থক্য-
0°
90°
360°
180°
3917. Pick up the correct statement from the following:
Hydrograph is a plot of discharge and time
In hydrographs, time is plotted on X-axis
The maximum flow in the river due to rainfall, is called peak flow
All the above
3918. বীজ বপনের থেকে শস্য কাটার দিন পর্যন্ত সময়কে বলে-
ডিউটি
ডেল্ট
বেইস পিরিয়ড
ক্রপস পিরিয়ড
3919. সিমসনের নিয়মে ক্ষেত্রফল বের করা যায়-
ভাগ সংখ্যা জোড়
ভাগ সংখ্যা বিজোড়
কোটি সংখ্যা জোড়
কোনটি নয়
3920. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প-
গঙ্গা কপোতাক্ষ
তিস্তা ব্যরেজ
ঢাকা-নারায়নগঞ্জ
পুরাতন ব্রহ্মপুত্র