Image
MCQ
3921. যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্ত রিত চার্জ হবে-
25 কুলম্ব
300 কুলম্ব
60 কুলম্ব
1500 কুলম্ব
3922. এসআই পদ্ধতিতে রেজিস্টিভিটির একক-
ওহম-মিটার
ওহম-সেন্টিমিটার
ওহম-ইঞ্চি
ওহম-সারকুলার-মিল/ফুট
3923. 4,500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কারেন্টের প্রয়োজন-
5A-এর
300 A-এর
1/300A-এর
15 A-এর
3924. 30 k Ω -এর একটি রেজিস্টরের মধ্য দিয়ে 0.5 mA কারেন্ট প্রবাহিত হলে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে-
60 x 10^-6V
150V
60V
15V
3925. একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে, যদি-
সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়
প্রয়োগকৃত ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্থির থাকে
সার্কিটে রেজিস্ট্যান্স হ্রাস পায়
প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস পায়
3926. যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তবে কারেন্ট-
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
দ্বিগুণ হবে
চারগুণ বৃদ্ধি পাবে
3927. চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে-
বিদ্যুৎ বিভব
বিদ্যুচ্চালক বল
শক্তি
ক্ষমতা
3928. 100Ω এর একটি রেজিস্টরে ভোল্টেজ ড্রপ 10V হলে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে-
0.1A
1000A
10A
0.01A
3929. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
কুলম্বে
জুলে
অ্যাম্পিয়ারে
ভোল্টে
3930. কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর-
ইলেকট্রনের মোট সংখ্যার উপর
ইলেকট্রন এবং প্রোটনের মোট সংখ্যার উপর
ইলেট্রকন, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
3932. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
শক্তি
ক্ষমতা
বিদ্যুচ্চালক বল
ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF)
3933. এক কুলম্ব সমান-
628 × 10^16 ইলেকট্রনের চার্জ
6.28 × 10^-16 ইলেকট্রনের চার্জ
682 × 10^18 ইলেকট্রনের চার্জ
6.82 x 10^-18ইলেকট্রনের চার্জ
3935. 45V-এর একটি ব্যাটারির আড়াআড়িতে একটি রেজিস্টর সংযোগ করলে 1 mA কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্টরটির রেজিস্ট্যান্স-
4.5 Ω
45ΚΩ
4.5 ΚΩ
450ΚΩ
3937. এক ঘন সেন্টিমিটার তামার একটি টুকরোতে স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা-
8.5 × 10^12 টি
85 × 10^15 টি
8.5 × 10^22 টি
8.5 × 10^25 টি
3939. 5A কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে সময় লাগে-
500 সেকেন্ড
0.05 সেকেন্ড
20 সেকেন্ড
2 মিনিট