MCQ
5941. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার-
ফুলতলায়
দৌলতপুরে
ফুলবাড়ীতে
খালিশপুরে
5942. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার-
সদরে
নদীর ধারে
রেলস্টেশনের কাছে
বিমানঘাঁটির কাছে
5943. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
বগুড়াতে
রংপুরে
কুষ্টিয়াতে
পাবনাতে
5944. একটি DC Motor-এর Back EMF 100V এবং আর্মেচার রোধ 0.5 ohms. মোটরটি 120V উৎস হতে কী পরিমাণ কারেন্ট গ্রহণ করে?
10A
15A
20A
কোনোটিই নয়
5945. চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি হলো-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
5946. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
কক্সবাজারে
রাউজানে
রাঙামাটিতে
চট্টগ্রাম সদরে
5947. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত-
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
5948. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
2800 টন তেলের সমান
1700 টন তেলের সমান
4500 টন তেলের সমান
3200 টন তেলের সমান
5949. ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত কী?
রেসিডুয়াল ফ্লাক্স = 0
ফিল্ড রেজিস্ট্যান্স > ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স
শ্যাফট স্পিড > ক্রিটিক্যাল স্পিড
সবগুলো
5950. যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা-
জেনারেটর
অল্টারনেটর
মোটর
ট্রান্সফর্মার
5951. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম-
গ্যাস পাওয়ার প্ল্যান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
হাইড্রো-পাওয়ার প্ল্যান্টে
বায়ুশক্তি পাওয়ার প্ল্যান্টে
5952. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি 100 মেগাওয়াটের জন্য প্রতি ঘণ্টায় বাষ্পের প্রয়োজন-
9,00,000 কেজি
7,00,000 কেজি
8,00.000 কেজি
5,00,000 কেজি
5953. সিলেট জেলার হরিপুরে অবস্থিত-
গ্যাস টারবাইন
স্টিম টারবাইন
ওয়াটার টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
5954. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে তার নাম-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
5955. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ব্রাহ্মণবাড়িয়ায়
সিলেটে
কুমিল্লায়
নরসিংদীতে
5956. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র যে নদীর তীরে অবস্থিত তার নাম-
কর্ণফুলি
পশুর
মহেশখালী
চন্দ্রঘোনা
5957. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
6-7 মাইল
3-6 মাইল
1-3 মাইল
5958. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা-
3টি
4টি
5 টি
7 টি
5959. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
5960. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
নীলফামারী
বাঘাবাড়ী
পলাশবাড়ী
রংপুর