MCQ
5981. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেভি
5982. প্রাকৃতিক জ্বালানি পাওয়া যায়-
3 ভাবে
5 ভাবে
4 ভাবে
2 ভাবে
5983. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের শতকরা পরিমাণ-
8০% ভাগ
85% ভাগ
82% ভাগ
83% ভাগ
5984. হঠাৎ বিদ্যুৎশক্তি চলে যাওয়াকে বলা হয়-
ব্ল্যাক আউট
নয়েজ
ব্রাউন আউট
করোশন
5985. N rpm গতিতে ঘূর্ণায়মান, D ব্যাসবিশিষ্ট একটি পুলিতে তার দিয়ে সংযুক্ত বস্তুর প্রতি সেকেন্ডে রৈখিক বেগ কত হবে?
πND/60
πND/60
2πND/180
2πND/180
5986. ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ-
40.5%
40.7%
40.2%
40.8%
5987. নিম্নের কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশি জায়গা দরকার?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
উভয়ের জন্যই সমান
কোনোটিই নহে
5988. স্ট্যান্ডবাই পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করা যায় না-
আইপিএস
জেনারেটর
ইউপিএস
গ্যাস টারবাইন
5989. কোনো বস্তুকে টানা বল (tension force) দিয়ে ভাঙা হলে সেই বস্তুর শূন্য লোড থেকে ব্রেকিং লোড পর্যন্ত স্ট্রেস, স্ট্রেইন কার্ডের অন্তর্গত এরিয়াকে কী বলা হয়?
মডুলাস অব ইলাস্টিসিটি
মডুলাস অব টাফনেস
মডুলাস অব রিজিডিটি
উপরের কোনোটিই নয়
5990. সাধারণত স্টিম পাওয়ার প্লান্ট কোন নীতিতে কাজ করে?
র্যাংকিন সাইকেল
ডুয়াল সাইকেল
অটো সাইকেল
কোনোটিই নহে
5991. হাই-ফ্রিকুয়েন্সি পাওয়ার সরবরাহের জন্য কোনটি বেশি উপযোগী?
ইনভার্টার
রেকটিফায়ার
কনভার্টার
চপার
5992. প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান-
525 কিলোক্যালরি/কেজি
625 কিলোক্যালরি/কেজি
725 কিলোক্যালরি/কেজি
825 কিলোক্যালরি/কেজি
5993. দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কাপ্তাই
ঘোড়াশাল
ময়মনসিংহ
বরিশাল
5994. পল্লিবিদ্যুৎ সমিতি একটি-
সরকারি সংস্থা
ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান
প্রাইভেট লিমিটেড কোম্পানি
5995. বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায়-
১৫০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
১৭০০ মেগাওয়াট
২৫০০ মেগাওয়াট
5996. নিউক্লিয়ার রিয়্যাক্টের ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় যাতে-
অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
বেশি সংখ্যক পরমাণু ভাঙে
বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
অধিকাংশ নিউট্রন শোষিত হয়
5997. প্রডিউসার গ্যাসে বেশি থাকে-
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
5998. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনের মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হয়-
২২০ ভোল্টেজে
১১ কিলোভোল্টেজে
৪১৫ ভোল্টেজে
আরো উচ্চ ভোল্টেজে
5999. পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে সুবিধাজনক পাওয়ার প্লান্ট কোন্টি?
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
6000. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ-
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ