Image
MCQ
6861. ইন্ডিকেটর ল্যাম্পটি কত ভোল্টের হয়?
IV থেকে 1.5V
1.5V থেকে 3V
2V থেকে 4V
3V থেকে 4.5V
6862. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে। তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
6863. প্যারালেলে সংযুক্ত দুটি সমমানের রেজিস্টরের সম্মিলিত রেজিস্ট্যান্স, একটি রেজিস্টরের রেজিস্ট্যান্সের এর সমান হবে।
চার গুণ
দ্বিগুণ
অর্ধেক
এক-চতুর্থাংশ
6864. প্যারালেল সার্কিটে লোড বাড়ালে, সার্কিটে-
ভোল্টেজ বৃদ্ধি পাবে
কারেন্ট বৃদ্ধি পাবে
ভোল্টেজ হ্রাস পাবে
কারেন্ট হ্রাস পাবে
6865. একই মানের বিভিন্ন রেজিস্টর প্যারালেলে সংযোগ করলে। সমতুল্য মান নির্ণয় করতে-
যে-কোনো একটির মানকে শাখার সংখ্যা দিয়ে গুণ করতে হবে
যে-কোনো একটির মানকে শাখার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।
যে-কোনো একটির মানকে শাখার মোট মান দিয়ে ভাগ করতে হবে
সকল শাখার মোট মানকে শাখার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে
6866. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
160°F
170°F
180°F
200°F
6867. প্যারালেল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কমাতে হলে-
সার্কিটের ভোল্টেজ বাড়াতে হবে
সার্কিটের লোড বাড়াতে হবে
সার্কিটের কারেন্ট বাড়াতে হবে
সার্কিটের লোড কমাতে হবে
6868. একটি হুইটস্টোন ব্রিজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে ৬, ৩, ৪ ও ৬ ওহমের চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে ব্যবহার করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে?
৫ ওহম
৩ ওহম
৪ ওহম
৬ ওহম
6869. সিরিজ সার্কিটে লোড বাড়ালে সার্কিটে-
সরবরাহ ভোল্টেজ বৃদ্ধি পাবে
ভোল্টেজ হ্রাস পাবে
কারেন্ট বৃদ্ধি পাবে
কারেন্ট হ্রাস পাবে
6870. 3k Ω এবং 5k Ω -এর দুটি রেজিস্টর সিরিজে সংযুক্ত করে সরবরাহের আড়াআড়িতে সংযোগ করা হলে 5k Ω -এ ভোল্টেজ ড্রপ হয় 50V. 3k Ω -এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হবে-
15V
30V
150V
300V
6871. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
160°F
170°F
180°F
200°F
6872. ১০,০০০ ওহম এবং ২,০০০ ওহম প্যারালাল সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
৬.৬৬ কিলোওহম
১৬.৬ কিলোওহম
১.৬৬ কিলোওহম
২৬.৬ কিলোওহম
6873. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
6874. প্যারালেল সার্কিটের সমতুল্য মান সার্কিটে সংযোজিত রেজিস্ট্যান্সসমূহের মধ্যে-
সবচেয়ে বেশি মানের রেজিস্টরের চেয়ে বেশি
সবচেয়ে বেশি মানের রেজিস্টরের চেয়ে কম
সবচেয়ে কম মানের রেজিস্টরের চেয়ে বেশি
সবচেয়ে কম মানের রেজিস্টরের চেয়ে কম
6875. বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিট কী হিসাবে কাজ করে?
পরিবাহী
অর্ধপরিবাহী
অপরবাহী
কওখ
6876. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W
6877. সিরিজ সার্কিট বেশি ব্যবহৃত হয় না, কারণ সার্কিটে-
ভোল্টেজ স্থির থাকে
কারেন্ট বৃদ্ধি পায়
ভোল্টেজ হ্রাস পায়
মোট রেজিস্ট্যান্স হ্রাস পায়
6878. 100 Ω -এর 100টি রেজিস্টর প্যারালেলে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে-
1/10,000 Ω
100 Ω
ΙΩ
10,000 Ω
6879. হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ওপর?
লেঞ্জের সূত্র
ফ্যারাডের সূত্র
কার্শফের সূত্র
কোনোটিই নয়
6880. R1 এবং R2 দুটি রেজিস্টর যখন সিরিজে সংযোগ করা হয়, তখন মোট রেজিস্ট্যান্স 4.5 Ω হয় এবং যখন প্যারালেলে সংযোগ করা হয়, তখন সমতুল্য রেজিস্ট্যান্স 1 Ω হয়। সুতরাং রেজিস্টর দুটির মান-
3 Ω এবং 6 Ω
3 Ω এবং 9 Ω
1.5 Ω এবং 3 Ω
1.5 Ω এবং 0.5 Ω