Image
MCQ
6881. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
6883. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
6884. একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে লাগানো। থাকে?
শ্রেণি সংযোগে
শ্রেণি এবং সমান্তরাল উভয় সংযোগেই
সমান্তরাল সংযোগে
T-সংযোগে
6885. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
6887. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
6888. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
6889. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
বেশি
সমান
কম
দ্বিগুণ
6891. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
6892. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
6893. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
6894. ২২০ ভোল্ট, ৩ কিলোওয়াট সম্পন্ন দুটি ইলেকট্রিক হিটার প্রথমে সমান্তরাল সংযোগ ও পরে সিরিজ সংযোগ-এর মাধ্যমে কিছু পরিমাণ পানি একই তাপমাত্রায় গরম করা হলো। দুটি ক্ষেত্রের সময়ের অনুপাত-
১:২
২:১
৪:১
১: ৪
6895. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
6896. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
6897. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
6898. একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে, তাদের যোগফল ঐ সংযোগস্থল হতে যে কারেন্টসমূহ বের হয়ে যায়, তাদের যোগফলের সমান'-এই তত্ত্বটিকে বলা হয়-
Faraday's Law
Fermi's Law
Kirchoff's Law
LA Law
6899. ব্যাটারির সেলগুলোকে প্যারালাল সংযোগ করলে-
আউটপুট ভোল্টেজ বেড়ে যায়
আউটপুট ভোল্টেজ কমে যায়
আউটপুট কারেন্ট বেড়ে যায়
আউটপুট কারেন্ট কমে যায়
6900. ১২০ ভোল্ট ১০০ ওয়াট এর চারটি বাল্বের দুটি করে সিরিজ সংযোগ করা হলো। এরূপ দুটি লাইনকে প্যারালেল সংযোগ করে ২৪০ ভোল্ট উৎসের সাথে সংযুক্ত করা হলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
১৪৪ ওহম
১০৮ এহম
৭২ ওহম
৩৬ ওহম