MCQ
6841. রুম হিটারে কী প্রক্রিয়ায় উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে পড়ে?
পরিবহন
বিকিরণ
পরিচলন
ক ও খ
6842. যদি একটি সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে উচ্চতর মানের ফিউজ তার ব্যবহার করা হয়, তবে এটি যেহেতু অতিরিক্ত কারেন্ট বহন করে,--
সেহেতু ঘন ঘন পুড়ে যাবে
সার্কিটে উন্নতর নিরাপত্তা প্রদান করবে
মেইনটেন্যান্স ব্যয় বেড়ে যাবে
সার্কিট মারাত্মক ওভারলোডেড হবে
6843. একটি অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের প্রতি অ্যাম্পিয়ার-মিটারে ভোল্টেজ ড্রপ, একই সাইজের একটি কপার কন্ডাকটরের তুলনায় উচ্চতর হয়, কারণ এর উচ্চতর-
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স কন্ডাকটিভিটি
কারেন্ট ডেনসিটি
রেজিস্টিভিটি
6844. যদি 220V-এর একটি হিটারকে 110V লাইনে ব্যবহার করা হয়, তবে এটা কর্তৃক উৎপন্ন তাপ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
6845. যদি 5 Ω, 10 Ω এবং 20 Ω -এর তিনটি রেজিস্টর। প্যারালেলে সংযোগ করা হয়, তবে তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হবে-
5 Ω -এর চেয়ে কম
5 Ω এবং 10 Ω -এর মাঝামাঝি
10 Ω এবং 20 Ω -এর মাঝামাঝি
20 Ω -এর বেশি
6846. নিম্নের কোন্টি ইলেকট্রিসিটির জন্য একটি সুপরিবাহী?
জারমেনিয়াম
গ্লাস (গলিত নয়)
গ্লাস (গলিত)
মাইকা
6847. নিম্নের কোনটির রেজিস্টিভিটি সবচেয়ে কম?
আয়রন
কপার
সিলভার
পলিথিন
6848. দুটি কপার কন্ডাক্টরের দৈর্ঘ্য একই, কিন্তু একটির প্রস্থচ্ছেদ অপরটির প্রস্থচ্ছেদের দ্বিগুণ। যদি মোটা কন্ডাকটরটির রেজিস্ট্যান্স 202 হয়, তবে অন্যটির –ওহম রেজিস্ট্যান্স হবে।
60
10
20
40
6849. একটি কনস্ট্যান্ট পটেনশিয়াল বিশিষ্ট একটি সার্কিটে যখন রেজিস্ট্যান্স যোগ করা হয়, তখন কারেন্ট-
একই অনুপাতে হ্রাস পায়
একই অনুপাতে বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
ফ্লাকচুয়েট করে
6850. 100W, 100V-এর চারটি হিটার সিরিজে সংযুক্ত করে 600V সার্কিটের আড়াআড়িতে সংযোগ দেয়া হলো। চারটি হিটার কর্তৃক প্রদত্ত তাপ হবে- ওয়াট।
400
800
900
2000
6851. সমান দৈর্ঘ্যের নগ্ন কপার তার 12 নং এবং 18 নং তুলনা করলে 12 নং তারের ---হবে নিম্নতর।
ওজন
স্ট্রেংথ
রেজিস্ট্যান্স
মূল্য
6852. একটি ক্যাবলের ইদুলেশন রেজিস্ট্যান্স 300MQ/km. 250 মিটার দৈর্ঘ্যের জন্য এর মান হবে- ΜΩ
75
150
1200
600
6853. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
6854. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
6855. নিম্নের কোন পদার্থটির রেজিস্ট্যান্সের নেগেটিভ টেম্পারেচার অব কো-ইফিসিয়েন্ট আছে?
ব্রাস
কপার
অ্যালুমিনিয়াম
কার্বন
6856. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত অ্যাম্পিয়ার।
34.09
60
75
20
6857. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
6858. নিম্নের কোল্টিন্ট ইলেকট্রিসিটির নিম্নতম কুপরিবাহী?
কার্বন
কপার
অ্যালুমিনিয়াম
আয়রন
6859. 100W, 200V-এর দুটি বাতিকে সিরিজে সংযুক্ত করে 200V সাপ্লাই-এ সংযোগ দেয়া হলো। প্রতিটি বাতি কর্তৃক গৃহীত মোট পাওয়ার হবে- ওয়াট।
50
100
25
200
6860. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য কোন্ ইন্সুলেশনটি সবচেয়ে উপযোগী?
ম্যাগনেশিয়াম অক্সাইড
গ্লাস ফাইবার
ইদুলেটিং টেপ
পলিভিনাইল ক্লোরাইড