Image
MCQ
921. ব্রাশ-এর উপাদান কোনটি?
কপার ও-লৌহ
কপার ও জিঙ্ক
সোডিয়াম ও জিঙ্ক
কোনোটিই নয়
926. স্প্রিং-এর উপকরণ হিসাবে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য দরকার?
কঠিনতা (Stiffness)
নমনীয়তা (Ductility)
সহনশীলতা (Resilience)
প্লাস্টিসিটি (Plasticity)
928. যে প্রক্রিয়ার সাহায্যে লৌহ আকরিক হতে উদ্বায়ী পদার্থ; যেমন- পানি ও কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়া হয়, তা হলো-
আবহাওয়াকরণ
ঘনীকরণ
ভস্মীকরণ
ঘর্ষণ ও চূর্ণন
929. ডুয়ালুমিন কোন মৌলের সংকর?
অ্যালুমিনিয়াম (AI)
আয়রন (Fe)
সোডিয়াম (Na)
কপার (Fe)
930. রেললাইনের রেল তৈরি করার উপযোগী সাধারণ কার্বন ইস্পাতের কার্বনের পরিমাণ কত হওয়া উচিত?
০.২-০.৪%
০.২-০.৫%
০.৫%-০.৬৫%
০.৬৫-০.৭৫%
931. অ্যালয় স্টিলে কোন উপাদান মিশ্রিত থাকলে বিকৃতি হওয়ার সম্ভাবনা কম থাকে?
টাংস্টেন (W)
সিলিকন (Si)
ম্যাঙ্গানিজ (Mn)
নিকেল (Ni)
933. ওভারহেড লাইনে (Overhead line) পরিবাহী (Conductor) হিসেবে ব্যবহার করা হয়-
অ্যালুমিনিয়াম (Aluminium)
কপার (Copper)
স্টিল (Steel)
ব্রাশ (Brass)
934. স্টেইনলেস স্টিলে কার্বনের পরিমাণ রাখা হয়-
০.৮-১%
০.৩-০.৬%
০.৬%-০.৮%
সর্বোচ্চ ০. ৪ %
935. জার্মান সিলভারে কোন কোন উপাদান থাকে?
কপার (Cu), সোডিয়াম (Na) ও জিঙ্ক (Zn)
জিঙ্ক (Zn), আয়রন (Fe) ও হিলিয়াম (He)
কপার (Cu), জিঙ্ক (Zn) এবং নিকেল (Ni)
নিয়ন (Ni), অক্সিজেন (O) ও ক্যালসিয়াম (Ca)
937. ঋণাত্মক র‍্যাক কোণ সাধারণত ব্যবহৃত হয়-
হাই-কার্বন স্টিল টুলে (High carbon steel tools)
হাই-স্পিড স্টিল টুলে (High speed steel tools)
সিমেন্টেড কার্বাইড টুলে (Cemented carbide tools)
সবগুলো
939. ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ও হিটিং এলিমেন্ট তৈরিতে যে অ্যালয়টি ব্যবহৃত হয়, তা হলো-
নাইক্রোম
ম্যাগনিন
ইনভার
এলিনতার
940. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
টিন
সিসা
দস্তা
রৌপ্য