MCQ
10021. বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-
মোহাম্মদ বরকতুল্লাহ
জি. সি. দেব
আরজ আলী মাতুব্বর
আব্দুল মতীন
10022. নিচের কোনটি সুশাসনের মূলনীতি?
স্বচ্ছতা ও জবাবদিহিতা
কর্তৃত্ববাদী শাসন
কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ
স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব
10023. 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
Scarce
Abundant
Widespread
Limited
10024. নিচের কোনটি 'SMART Bangladesh' এর উপাদান?
Smart Democracy
Smart Politics
Smart Society
Smart Parliament
10025. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
10026. একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩: ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে পুরুষের সংখ্যা কত?
৩০
৪০
৩৫
৪৫
10027. "মানুষ হও এবং মরে বাঁচ।" এটি কার উক্তি?
প্লেটো
হেগেল
জি. ই. ম্যুর
রাসেল
10028. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান
10029. "দর্শন হচ্ছে ধর্ম ও ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।" উক্তিটি কে করেছেন?
আর. বি. পেরি
সি. ডি. ব্রড
প্লেটো
বার্ট্রান্ড রাসেল
10030. 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল'- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘ
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
বিশ্বব্যাংক
এশিয়া উন্নয়ন ব্যাংক
10031. সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
Consciencious
Conscienctious
Consciencitious
Conscientious
10032. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
লালন ফকির শাহ
আব্দুল করিম আব্বাস উদ্দিন
আব্বাস উদ্দিন
10033. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
10034. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
10035. 'Animal Liberation' গ্রন্থটির রচয়িতা কে?
হেগেল
কান্ট
বেন্থাম
পিটার সিঙ্গার
10036. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
২০১০
২০১১
২০১২
২০১৮
10037. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
10038. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
সামাজিক ক্রিয়া
ঐচ্ছিক ক্রিয়া
ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া
10039. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
10040. পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
১৮
২০
২২
২৪