10047. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। তার রচিত বিখ্যাত কবিতা জন্মেছি এই দেশে কবিতার চরণ হচ্ছে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, অভিযাত্রিক প্রভৃতি।