Image
MCQ
14501. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?।
অ্যাল্পাইন
নর্ডিক
মঙ্গোলীয়
আদি-অস্ট্রেলীয় / অস্ট্রিক
14502. Choose the correct sentence.
One should obey his parent
one should obeys his parent
One should obey one's parent
One must obey his parent
14503. Which one is the correct sentence?
The man died by cholera.
The man died of cholera.
The man died with cholera.
The man died out of cholera.
The man died in cholera.
14504. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?/বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?/ বাংলার প্রাচীন জনপদ কোনটি?।
পুন্ড্র
তাম্রলিপ্ত
গৌড়
হরিকেল
14505. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেছিলেন কে?
শাহজাদা আজম
সুবাদার ইসলাম খান
সম্রাট আকবর
ঈসা খাঁ
14508. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? / বাংলাদেশের প্রাচীনতম শহর
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁও
14509. প্রতাপ আদিত্য কে ছিলেন?
রাজপুত রাজা
বাংলার শাসক
মুঘল সেনাপতি
বারো ভূঁইয়াদের একজন
14510. বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈসা খাঁ এর জীবনকাল -
১৫২৯-১৫৯৫
১৫২৯- ১৫৯৬
১৫২৯- ১৫৯৮
১৫২৯-১৫৯৯
14511. 'আকবর নামা' গ্রন্থের লেখক কে?
আবুল ফজল
জিয়াউদ্দিন বারানী
আল বেরুনী
মিনহাজ সিরাজ
14512. Choose the correct sentence.
The man died from his country
The man died by his country
The man died of his country
The man died for his country
14514. নিচের কে বারো ভূঁইয়াদের একজন ছিলেন?
ঈসা খাঁ
শায়েস্তা খান
মানসিংহ
ইসলাম খান
14515. প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম কী?
গৌড়
ময়নামতি
মহাস্থানগড়
পাটালিপুত্র
14516. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?।
নেগ্রিটো
ভোটচীন
দ্রাবিড়
অস্ট্রিক / নিষাদ
14518. এগারসিন্ধুর গ্রাম নামকরণের কারণ হলো, পূর্বে সেখানে-
এগারটি দূর্গ ছিল
এগারটি দীঘি ছিল
এগারটি নদীর সংযোগস্থল ছিল
ঈসা খানের ১১ কক্ষ বিশিষ্ট দালান বাড়ি ছিল
14519. Find out the correct sentence
He ended up in jail after stealing goods from his neighbour's house
He played football across the year
He bored others through his acts
He is a guy with plentiful noise
He tells the truth
14520. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
বাঙালি
আর্য
নিষাদ / অস্ট্রিক
আলপাইন