MCQ
1721. শক্তি স্থানান্তরের জন্য শক্তির উৎসের শ্যাফটের সাথে সংযোজিত গিয়ারকে -গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
1722. সলিনয়েড দেখতে কোনটির অনুরূপ?
প্লাইয়ার
স্প্রিং
হাতুড়ি
টেস্টটিউব
1723. জু-এর দক্ষতার সূত্র কোনটি?
դ = cotɑ/tan(ɑ+ϕ)
դ = tanɑ / tan(ɑ+ϕ)
դ = tan(ɑ+ϕ)/tanx
কোনোটিই নয়
1724. নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্ব ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত ধরা হয়, তাকে চক্রগতির বলে।
ব্যাস
ব্যাসার্ধ
আয়তন
ক্ষেত্রফল
1725. ০.১২৫ সেমি ব্যাসের ইস্পাতের তার দিয়ে নির্মিত একটি হেলিক্যাল স্প্রিং-এর গড় ব্যাস ১.২৫ সেমি হলে তার স্প্রিং ইনডেক্স হবে-
১০
০.১০
১১
০.১১
1726. একটি স্কু জ্যাক-এ লোড W-কে নিচে নামানোর জন্য এ প্রয়োজনীয় 'বল-
P = W tan(ɑ-ϕ)
P = W tan(ɑ+ϕ)
P = W tan(ϕ-ɑ)
P = W cos(ϕ+ɑ)
1727. সমতুল ক্ষয় বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং-এর ফ্রিকশনাল টর্ক-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
1728. একই সমতুল্য চাপ বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং- এর ফ্রিকশনাল টর্ক প্রযুক্ত হয়-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
1729. একটি ক্রু জ্যাক-এ লোড W-কে উত্তোলনের জন্য প্রয়োজনীয় বল-
P = W tan(ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W cos (ɑ+ϕ)
1730. একটি স্কু জ্যাক-এর কার্যদক্ষতা সর্বোচ্চ হবে, যখন-
α= 45°+ ϕ/2
α = 45° - ϕ/2
α= 90°+ ϕ
α= 90°- ϕ
1731. 10kg ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত?
2.5 kg-m²
40kg-m²
50kg- m²
70kg-m²
1732. Gear-এর Pitch circle-এর ব্যাস এবং দাঁতের সংখ্যার অনুপাতকে বলা হয়?
Module
Back lash
Addendum
Dedendum
1733. যে গিয়ারকে অন্য একটি শ্যাফটের সাথে সংযুক্ত করে ঘুরানো হয়, তাকে --গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
1734. কংক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়-
ট্রিপার
ফেন
ট্রাক
বেল্ট কনভেয়র
1735. ভি-বেল্টের গ্রুত অ্যাঙ্গেল সাধারণত কত থাকে?
20°-30°
34°-38°
40°-44°
55°-60°
1736. Unified thread-এর pitch angle কত?
45°
55°
60°
65°
1737. মানুষ তার হাতকে ইচ্ছেমতো নাড়াতে বা উপর-নিচে উঠানামা করাতে পারে। এই বিষয়টি যান্ত্রিকভাবে কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
বল ও সকেট
ট্রেনের হেলিক্যাল স্প্রিং
বৈদ্যুতিক তারের কম্পনরোধক ড্যাম্পার
ক খ ও গ সবগুলোই সঠিক
1738. গিয়ারের এডেন্ডাম ও ডিভেন্ডাম-এর মধ্যে ফাঁকা স্থানকে বলে-
ডিভেনডাম
অ্যাভেনডাম।
ক্লিয়ারেন্স
কার্যকরী গভীরতা
1739. সর্বোচ্চ ক্ষমতার জন্য বেল্টের গতি-
T/3
T.3/3
√(T/3m)
√(3m/T)
1740. স্প্রিং ক্ষেত্রে টানের সূত্র কোনটি?
T = Kδ
TK = AB
T = Ksinθ
T = Kcosθ