MCQ
1761. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
1762. মোমেন্ট কয় প্রকার?
৫ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
1763. ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে, 1xx = কত
IcG + A (y ̅ - y)^2
IcG + A (x ̅ - x) ²
ক , খ
কোনোটিই নয়
1764. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়
1765. ত্রিভুজের উচ্চতা h হলে শীর্ষ থেকে ত্রিভুজের CG পর্যন্ত দূরত্ব কত?
h/3
h/4
4h/3
2h/3
1766. রেডিয়াস অব জাইরেশন-এর একক কোনটি?
M^3
M^4
M^2
M
1767. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
g/2 গুণ বৃদ্ধি পাবে
g গুণ বৃদ্ধি পাবে
2g গুণ কমিবে
2g গুণ বৃদ্ধি পাবে
1768. কোনটি টর্কের সূত্র?
F x r
2T
2N
NT
1769. x ̅ নির্ণয়ের ফর্মুলা কোনটি?
ΣΑΧ/A
AX/ΣA
ΣAy/ ΣA
ΣAx/ΣA
1770. SI এককে তরলের আপেক্ষিক ওজন কত?
9.81 kN/m^3
9.81 x10^3 N/m^3
9.81 x 10^-6 N/mm^3
সবগুলো
1771. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে-
y/3দূরে
y/2দূরে
y/4দূরে
কোনোটিই নয়
1772. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
1773. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
1774. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
1775. ভরকেন্দ্র কয়টি পদ্ধতিতে নির্ণয় করা যায়?
৫টি
৩টি
৬টি
৪টি
1776. একটি বস্তুর কয়টি ভরকেন্দ্র থাকে?
১টি
২টি
৩টি
৪টি
1777. 1 m^3 সমান কত মিলিলিটার (ml)?
1000ml
10^6ml
10^2ml
10^5ml
1778. Y ̅ নির্ণয়ের ফর্মুলা কোনটি?
ΣΑx/ΣΑy
ΣΑ/Σαy
ΣAy/ΣΑ
Ay/ΣΑ
1779. বস্তুর যে কেন্দ্র বরাবর পৃথিবী আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর বলে।
মোমেন্ট অব ইনার্শিয়া
ভরকেন্দ্র
ত্বরণ
বল
1780. যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে কী অক্ষ বলে?
রেফারেন্স অক্ষ
লেখচিত্র অক্ষ
প্রতিসম অক্ষ
জ্যামিতিক অক্ষ