1888. ইঞ্জিনিয়ারিং বলবিজ্ঞান কত প্রকার?
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীগণ বিভিন্ন ধরনের কাঠামো এবং যন্ত্রপাতির প্ল্যানিং, ডিজাইন এবং নির্মাণকাজে নিয়োজিত থাকে। উক্ত কার্য সুচারুরূপে এবং দক্ষতার সাথে সম্পাদন করতে হলে বলবিদ্যার নীতিসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করা অবশ্য কর্তব্য। সুতরাং, বলবিদ্যার যে শাখায় প্রকৌশল কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বলবিদ্যার নীতি ও সূত্রসমূহ এবং এদের প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করা হয়, তাকে ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা বা ফলিত বলবিদ্যা বলে।
ফলিত বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা প্রধানত দুটি ভাগে বিভক্ত, যথাঃ
(ক) স্থিতিবিদ্যা (Statics) এবং
(খ) গতিবিদ্যা (Dynamics) |
(i) চলবিদ্যা (Kinetics)
(ii) সৃতিবিদ্যা (Kinematics)