Image
MCQ
1921. বার্নোলির সমীকরণ প্রয়োগ হয় কোথায়?
ভেনচুরি মিটারে
পিটট টিউবে
অরিফিস মিটারে
সবকয়টিতে
1923. পিটট টিউবের মাথার অংশকে কী বলে?
স্ট্যাগনেশন পয়েন্ট
ভেলোসিটি পয়েন্ট
বড় পয়েন্ট
ছোট পয়েন্ট
1924. একটি 80mm ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে পানির জেট নির্গমন হচ্ছে, যার ভেন্ট্রাকন্ট্রাকটাতে ব্যাস 64mm। কো-ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন কত?
0.46
0.64
0.78
0.87
1927. পিজোমিটার টিউব দ্বারা নির্ণীত তরলের চাপ কোনটি?
ভ্যাকুয়াম প্রেসার
পরম চাপ
গেজ প্রেসার
বায়ুমণ্ডলীয় চাপ
1929. অরিফিসের ব্যাসের দ্বিগুণ অপেক্ষা বেশি যে পাইপ অরিফিসের সঙ্গে ভিতরে বা বাইরের দিকে সংযোগ করা থাকে, তাকে কী বলে?
নচ (Notch)
ওয়্যার (Weir)
মাউথপিচ (Mouthpiece
নজল (Nozzle)
1930. নিচের কোনটি পরিমাপের জন্য পিটস্ট টিউব ব্যবহার করা হয়?
চাপ
প্রবাহ
একটি বিন্দুতে প্রবাহীর বেগ
নির্গমন
1932. যখন প্রবাহীর প্রবাহ পরিমাণে ভেনচুরি মিটার ব্যবহৃত হয় তখন পাইপের অবস্থান কীরূপ থাকে?
আনুভূমিক
কৌণিক
উলম্ব
সবগুলো
1933. পিজোমিটার টিউব ক্যাবল নিম্নের কোনটি নির্ণয়ে ব্যবহৃত হয়?
লো-প্রেসার
হাইপ্রেসার
মডারেট প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার
1936. কোইফিসিয়েন্ট অব কন্ট্রাকশনের অনুপাত কোনটি?
ভেনাকন্ট্রাকটাতে জেটের প্রকৃত যেগ ও তাত্ত্বিক বেগের অনুপাত
অরিফিসে হেড ও অরিফিসের নির্গমন হেড-এর অনুপাত
অরিফিসের প্রকৃত নির্গমন ও তাত্ত্বিক নির্গমনের অনুপাত
ভেনাকনট্রাকটাতে জেটের ক্ষেত্র ও অরিফিসের ক্ষেত্রের অনুপাত
1939. একটি 5m উচ্চভার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nuzzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর?
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
1940. যখন একটি সরু ব্যাসবিশিষ্ট নল পানিতে ডুবানো হয়, তখন নলে তরলের ঊর্ধ্বগামী পৃষ্ঠদেশ হয়-
কনকেভ (Concave)
কনভেক্স (Convex)
ক ও খ উভয়ই
কোনোটিই নয়