Image
MCQ
1902. রেসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়?
সিরিজ মোটর
শান্ট মোটর
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
1903. মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা হয় কী জন্য?
অধিক প্রবাহের জন্য
অধিক উচ্চতায় ফ্লুয়িড তোলার জন্য
সান্দ্র ফ্লুয়িড-এর জন্য
উপরের সবগুলো
1904. নিম্নের কোন পাম্পটি অত্যধিক ব্যবহার করা হয় সান্দ্র ফ্লুয়িড-এর জন্য ?
স্ক্র পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
কোনোটিই নয়
1905. হাত টিউবওয়েলের পাম্পকে কী পাম্প বলা হয়?
রোটাডাইনামিক পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
প্রপেলার পাম্প
1907. একটি পাম্প 0.003 m% হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা ৪০% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি—
0.716 kW
0.2231 kW
0.55181 kW
0.8932 kW
1908. নিচের কোনটি পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর?
রেসিপ্রোকেটিং কম্প্রেসর
কট রোয়ার
ভেন পাম্প কম্প্রেসর
উপরের সবগুলো সঠিক
1911. যে মেশিন যান্ত্রিক শক্তি ব্যয় করে চাপের বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে নিচু স্থান থেকে উঁচু স্থানে তরল স্থানান্তর করে, তাকে বলে-
পাম্প
কম্প্রেসর
রোয়ার
টারবাইন
1912. একটি সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালু করার সময় তার ডেলিভারি ভালভ কী অবস্থায় থাকে?
সম্পূর্ণভাবে বন্ধ থাকে
সম্পূর্ণভাবে খোলা থাকে
৫০% খোলা থাকে
কোনোটিই নয়
1913. কোন পাম্পে প্রাইমিং-এর প্রয়োজন হয়?
টারবাইন পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিগ্রোকেটিং পাম্প
সাবমারসিবল পাম্প
1914. সেন্ট্রিফিউগ্যাল পাম্পে ক্যান্ডিটেশন প্রতিরোধে কী থাকা উচিত?
উচ্চ সাকশন প্রেসার থাকা উচিত
উচ্চ ডেলিভারি প্রেসার থাকা উচিত
সাকশন প্রেসার কম থাকা উচিত
ডেলিভারি প্রেসার কম থাকা উচিত
1915. কোনো Rotodynamic pump-এর RPM দ্বিগুণ হলে এটির discharge ক্ষমতা কত গুণ বাড়বে?
দ্বিগুণ
চারগুণ
তিনগুণ
ছয়গুণ
1916. রেসিগ্রোকেটিং পাম্প কোন ধরনের পাম্প?
নেগেটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
এনার্জি পাম্প
কোনোটিই নয়
1917. নিম্নের কোন পাম্পটি থেকে স্বল্প প্রবাহ ও উঠে হেড পাওয়া যায়?
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
অ্যাক্সিয়াল ফ্লো পাম্প
মিক্সড ফ্লো পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
1918. একটি গিয়ার পাম্পের প্রবাহমাত্রা-
চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায়
চাপ বৃদ্ধির সাথে অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
1919. পাইপে প্রবাহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ কোনটি?
ঘর্ষন
দিক পরিবর্তন
পাইলের সংকোচন বা প্রসারণ
উপরের সবকটি
1920. নিচের কোনটিতে বার্নোলির সূত্রের প্রয়োগ নেই?
ভেনচুরি মিটার
অরিফিস মিটার
ম্যানোমিটার
পিউট টিউব