MCQ
261. . 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
১৯২৩ সন
১৯১৯ সন
১৯২১ সন
১৯১৮ সন
262. কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের নয়?
প্রলয়োল্লাস
রণভেরী
ধূমকেতু
যৌবনের গান
263. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?
কাজী নজরুল ইসলাম
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
264. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
অগ্রপথিক
প্রলয়োল্লাস
বিদ্রোহী
ধূমকেতু
265. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-
১৯৭৫ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৬ সালে
266. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যটি প্রকাশিত হয়-
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
267. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি
১৮২৪-১৮৭৩ খ্রি.
১৮৫৬-১৯৩৭ খ্রি.
১৮৬১-১৯৪১ খ্রি.
১৮৯৯-১৯৭৬ খ্রি.
268. 'ধূমকেতু' কার ছদ্মনাম?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
269. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
আজিমপুরের কবরস্থানে
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
বনানীতে
270. কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৩ সালে
১৯৭৫ সালে
271. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
বিষের বাঁশি
অগ্নিবীণা
বিদ্রোহী
রুবাইয়াৎ-ই-হাফিজ
272. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
সাপ্তাহিক বিজলীতে
মাসিক মোসলেম ভারতে।
দৈনিক ছোলতানে
দৈনিক নবযুগে
273. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন?
১৯৭৬ সালে
১৯৭৪ সালে
১৯২৬ সালে
১৯৬২ সালে
274. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন কেন?
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
275. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
চুরুলিয়া
দরিরামপুর
শান্তিডাঙ্গা
276. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ
চন্দ্রাবতী
277. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান?
১৯৭৬
১৯৭৮
১৯৭৭
১৯৭৯
278. বাংলাদেশের জাতীয় কবি কে?
কাজী নজরুল ইসলাম
বেনজীর আহমেদ
জসীমউদ্দীন
শামসুর রাহমান
279. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
সর্বহারা
প্রলয়শিখা
জিঞ্জির
সাম্যবাদী
280. 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
দোলন-চাঁপা
বিষের বাঁশি
বাঁধনহারা