Image
MCQ
301. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম--
ধূসর পাণ্ডুলিপি
নাম রেখেছি কোমল গান্ধার
অন্ধকারে একা
একক সন্ধ্যায় বসন্ত
302. কোন কবির মাতাও একজন কবি?
শামসুর রাহমান
বিষ্ণু দে
জীবনানন্দ দাশ
আহসান হাবীব
303. কোনটি উপন্যাস নয়?
হাঁসুলী বাঁকের উপকথা
পথের পাঁচালী
দিবারাত্রির কাব্য
কবিতার কথা
304. 'বনলতা সেন' কার রচনা?
সমর সেন
জলধর সেন
অতুলপ্রসাদ সেন
জীবনানন্দ দাশ
305. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ধূসর পাণ্ডুলিপি
বেলা শেষের গান
ঝরা পালক
মহাপৃথিবী
306. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা?
আল মাহমুদ
সুনীল গঙ্গোপাধ্যায়
রফিক আজাদ
জীবনানন্দ দাশ
307. তিরিশ দশকের সবচেয়ে 'তথাকথিত' কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
শামসুর রাহমান
বিষ্ণু দে
জীবনানন্দ দাশ
অমিয় চক্রবর্তী
308. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ-
ধূসর পাণ্ডুলিপি
রূপসী বাংলা
ঝরা পালক
সাতটি তারার তিমির
309. জীবনানন্দ দাশ প্রধানত-
ছন্দের কবি
প্রকৃতির কবি
ভাবের কবি
মানুষের কবি
310. জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কিসের পরিচায়ক?
স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা
জীবনবোধ ও সজীবতা
অপরাজেয় যৌবনের উদ্দমতা
সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
311. কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তাঁর নাম-
আলবার্ট হেনরিখ
উইলিয়াম রাদিচি
ক্লিনটন বি সিলি
টেড হিউস
312. 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
এয়াকুব আলী চৌধুরী
313. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
রূপসী বাংলা
ছাড়পত্র
বনলতা সেন
ভণ্ডসাধু
314. 'রূপসী বাংলার কবি'-
জসীমউদ্দীন
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
315. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল
হক বিষ্ণু দে
316. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ধূসর পাণ্ডুলিপি
ঝরা পালক
কবিতার কথা
দুর্দিনের যাত্রী
317. 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
জীবনানন্দ দাশ
ফররুখ আহমদ
গোলাম মোস্তফা
প্রেমেন্দ্র মিত্র
318. কার কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে?
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
প্রমেন্দ্র মিত্র
অমিয় চক্রবর্তী
319. 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ কার লেখা?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
320. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিষ্টাব্দে এডগার এলেন পো রচিত 'টু হেলেন' কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?
জন্মই আমার আজন্ম পাপ
প্রেমাংশুর রক্ত চাই
নোলক
বনলতা সেন