MCQ
321. বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?
কালিগ্রাম
টুনিরহাট
সখিপুর
ব্যারিস্টার বাজার
322. নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয়?
বাংলা ব্যাকরণ
ভাষাবিজ্ঞানী
পথ্য প্রদান
বাংলা সাহিত্যের কথা
323. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন কে?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
মুহম্মদ মনসুর উদ্দিন
মুহম্মদ আবদুল হাই
324. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- কে বলেছিলেন?
কাজী নজরুল ইসলাম
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
325. ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
১৮৮৫-১৯৬৯
১৮৮৪-১৯৬৯
১৮৭৫-১৯৬৯
১৮৮৫-১৯৭০
326. ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?
সত্যেন্দনাথ দত্ত, মোহিতলাল মজুমদার
নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ
সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে
বুদ্ধদেব বসু, বিষ্ণু দে
327. ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
১৯৬৪ সালের ১ মে
১৯৬৬ সালের ১ জুলাই
১৯৬৯ সালের ১৩ জুলাই
১৯৭০ সালের ১৩ জুলাই
328. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
জীবনানন্দ দাশ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
329. ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ---
বাংলা ভাষার ইতিহাস
বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
বাংলা ভাষার ইতিবৃত্ত
বাঙ্গালা ভাষার কথা
330. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
331. জীবনানন্দ দাশের জন্ম কোন সালে?
১৮৯৮
১৮৯৭
১৮৯৯
১৮৯৬
332. 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেন-
ড. মুহাম্মদ এনামুল হক
কাজী মোতাহের হোসেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল হাই
333. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'চর্যাপদ' বিষয়ক গ্রন্থের নাম কী?
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
334. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
বরিশাল জেলা
ঢাকা জেলা
ফরিদপুর জেলা
রাজশাহী জেলা
335. কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে... আর একজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে?
কালিদাস রায়
সুকান্ত ভট্টাচার্য
জীবনানন্দ দাশ
বন্দে আলী মিয়া
336. ১৫.ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
১৯৪৯
১৯৬৯
১৯৫৯
১৯৩৯
337. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
আবদুল হাই
মুনীর চৌধুরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোফাজ্জল হোসেন
338. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?
কালান্তর
ডাকঘর
বলাকা
চিত্রা
339. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা
340. ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?
নওগাঁ
রাজশাহী
পাবনা
বরিশাল