Image
MCQ
621. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে- মহাকাব্যে নাটকে সনেটে পত্রকাব্যে
মহাকাব্যে
নাটকে
সনেটে
পত্রকাব্যে
622. 'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
রোমান্সমূলক উপন্যাস
ঐতিহাসিক উপন্যাস
বিয়োগান্তক নাটক
সামাজিক উপন্যাস
623. "পথিক তুমি পথ হারাইয়াছ?" কে কাকে বলেছিল?
সীমার হোসেন (রা:) কে
আলেয়া সিরাজকে
কপালকুণ্ডলা নবকুমারকে
উপরের কোনটিই নয়
624. " পথিক তুমি পথ হারাইয়াছ?"- কথাটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
625. নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি
গণদেবতা
পদ্মানদীর মাঝি
পথের পাঁচালী
সীতারাম
626. 'দেবী চৌধুরাণী' উপন্যাসটির রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ইমদাদুল হক
627. পথিক তুমি পথ হারাইয়াছ?" উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
কপালকুণ্ডলা
কৃষ্ণকান্তের উইল
উদাসীন পথিকের মনের কথা
শ্রীকান্ত
628. 'বাংলার স্কট' বলা হয়-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামরাম বসুকে
চণ্ডীচরণ মুনশিকে
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে
629. কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭
630. "তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?" কোন উপন্যাস থেকে উৎকলিত?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মেজদিদি'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
631. 'সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে'.... পঙক্তিটি কার?
মাইকেল মধুসূদন দত্ত
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
সমরেশ বসু
কাজী নজরুল ইসলাম
632. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে স্মরণীয় তাঁর কোন কাব্যের জন্য?
মেঘনাদবধ কাব্য
বীরাঙ্গনা
ব্রজাঙ্গনা
কাব্য চর্তুদশপদী কবিতা
633. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
634. 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কী?
দুর্গা দেবীর কন্যা
দুর্গের অধিবাসী
দুর্গ প্রধানের কন্যা
দুর্গাধিপতি
635. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
সীতার বনবাস
দুর্গেশনন্দিনী
636. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
মৃণালিনী
দেবী চৌধুরাণী
বনফুল
দুর্গেশনন্দিনী
637. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রোমান্টিক উপন্যাস?
কপালকুণ্ডলা
হাজার বছর ধরে
রামের সুমতি
যোগাযোগ
638. "তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?" এই প্রবাদটির রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
639. বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস 'কপালকুণ্ডলা' এর রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
640. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
নবীন চন্দ্র মাইকেল
মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
কায়কোবাদ