MCQ
841. রবীন্দ্রনাথের 'ঘরে-বাইরে' উপন্যাসের ---নিচের কোন চরিত্র দুটি
বিহারী-বিনোদিনী
নিখিলেশ-বিমলা
মধুসূদন-কুমুদিনী
অমিত-লাবণ্য
842. 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
সমাপ্তি
জীবিত ও মৃত
হৈমন্তী
ছুটি
843. 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
বিসর্জন
রক্তকরবী
চিত্রাঙ্গদা
রাজা ও রানী
844. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
সমাপ্তি
পোস্ট মাস্টার
দেনা-পাওনা
মধ্যবর্তিনী
845. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিণী
সুরেশ ও অচলা
846. 'হেমাঙ্গিনী' ও 'কাদম্বিনী' কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
মহেশ
মেজদিদি
বড়দিদি
হরিলক্ষ্মী
847. 'অমিত ও লাবণ্য' চরিত্র দুটির রচয়িতা কে?
সৈয়দ মুজতবা আলী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
848. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মহেশ' গল্পের প্রধান চরিত্র কে?
হানিফ
গফুর
হায়ওয়ান আলী
ভক্তপ্রসাদ
849. 'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা?
যোগাযোগ
ঘরে-বাইরে
নৌকাডুবি
শেষের কবিতা
850. 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যে কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র?
গোরা কবি
পুতুলনাচের
ইতিকথা
উত্তম পুরুষ
851. 'চারু ও অমল' চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
একরাত্রি
হৈমন্তী
জীবিত ও মৃত
নষ্টনীড়
852. 'কপিলা' কোন উপন্যাসের চরিত্র?
তিতাস একটি নদীর নাম
কাঁদো নদী কাঁদো
পদ্মানদীর মাঝি
কপালকুণ্ডলা
853. রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
সমাপ্তি
একরাত্রি
হৈমন্তী
কাবুলিওয়ালা
854. 'অভয়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
শ্রীকান্ত
পল্লীসমাজ
গৃহদাহ
দেবদাস
855. . 'গৃহদাহ' উপন্যাসের নায়িকার নাম কী?
অচলা
মৃণাল
বিমলা
ইন্দিরা
856. 'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?
জননী
পথের পাঁচালী
অশনি সংকেত
আরণ্যক
857. 'রতন' কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
গিন্নি
সুভা
পোস্টমাস্টার
ছুটি
858. 'শর্মিলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
দুইবোন
মালঞ্চ
বৌ ঠাকুরানীর হাট
শেষের কবিতা
859. বিদ্রোহী বালিকা বধু 'জমিলা' কোন উপন্যাসের চরিত্র?
অপুর সংসার
লালসালু
গাভী বৃত্তান্ত
চাঁদের অমাবস্যা
860. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
অমল
অপু
ইন্দ্রনাথ
কেষ্ট