Image
আধুনিক যুগ MCQ
41. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
রৌদ্র করোটিতে
বন্দী শিবির থেকে
নিজ বাসভূমে
বন্দীর বন্দনা
42. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
নেকড়ে অরণ্য
বন্দী শিবির থেকে
নিষিদ্ধ লোবান
প্রিয়যোদ্ধা প্রিয়তম
43. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
১৭ মার্চ
৩০ মার্চ
২৬ মার্চ
১৮ মার্চ
44. 'এলাটিং বেলাটিং' ও 'ধান ভানলে কুঁড়ো দেব' শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে?
রোকনুজ্জামান খান দাদা ভাই
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
মুহম্মদ জাফর ইকবাল
45. 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটি কে লিখেছেন?
নির্মলেন্দু গুণ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
সৈয়দ শামসুল হক
46. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
পাড়াতলা
পাহাড়পুর
পাড়াতলী
চরপাড়া
47. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার কবিতা?
শওকত ওসমান
সিকান্দার আবু জাফর
সুফিয়া কামাল
শামসুর রাহমান
48. 'স্বাধীনতা তুমি' কবিতাটি কে রচনা করেন?
সুফিয়া কামাল
শামসুর রাহমান
ফররুখ আহমদ
গোলাম মোস্তফা
49. নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে? "পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামাদা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে।"
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
গর্জে উঠো স্বাধীনতা
গুড মর্নিং বাংলাদেশ
স্বাধীনতা তুমি
50. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে।" উপরিউক্ত পড়ক্তিটি কোন কবির রচনা?
সুফিয়া কামাল
আহসান হাবীব
জসীমউদ্‌দীন
শামসুর রাহমান
51. শামসুর রাহমানের গদ্যগ্রন্থ-
প্রতিদিন ঘরহীন ঘরে
বন্দী শিবির থেকে
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
বুক তার বাংলাদেশের হৃদয়
স্মৃতির শহর
52. 'একটি ফটোগ্রাফ' কবিতার লেখক কে?
আল মাহমুদ
সুফিয়া কামাল
বন্দে আলী মিয়া
শামসুর রাহমান
53. 'স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা' কথাটি কার রচনা?
রফিক আজাদ
কামিনী রায়
প্রেমেন্দ্র মিত্র
শামসুর রাহমান
54. এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।" পড়ক্তিগুলো কোন কবির রচনা?
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান
মোহাম্মদ মনিরুজ্জামান
সুকান্ত ভট্টাচার্য
55. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
আল মাহমুদ
অমিয় চক্রবর্তী
আবদুল মান্নান সৈয়দ
শামসুর রাহমান
56. শামসুর রাহমানের আত্মজীবনী-
হৃদয়ে আমার
পৃথিবীর আলো
কালের ধূলোয় লেখা
নিজ বাসভূমে
57. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
বাংলা
দর্শন
আইন
ইংরেজি
58. 'অক্টোপাস' উপন্যাস কার রচনা?
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
শামসুর রাহমান
সেলিনা হোসেন
59. 'মৈনাক' ছদ্মনামে লিখতেন-
শামসুর রাহমান
ঈশ্বর গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
60. 'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
ফয়েজ আহমেদ
সুকুমার রায়
ফররুখ আহমদ
শামসুর রাহমান