Image
আধুনিক যুগ MCQ
81. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ 'আমার কিছু কথা' এর লেখক কে?
নীলিমা ইব্রাহিম
জহির রায়হান
আবদুল গাফ্ফার চৌধুরী
শেখ মুজিবুর রহমান
82. শেখ মুজিবুর রহমান লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
শেখ হাসিনা
ড. মুনতাসির মামুন
আনিসুজ্জামান
বঙ্গবন্ধু স্বয়ং
83. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন-
জামিলুর রেজা চৌধুরী
ফকরুল আলম
খন্দকার আশরাফ হোসেন
ড. আনিসুজ্জামান
84. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কত সাল পর্যন্ত?
১৯৫৫ সাল
১৯৬৬ সাল
১৯৫২ সাল
১৯৬৯ সাল
85. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবন্ধ করেছেন-
১৯৬৯-৭১
১৯৬৬-৬৮
১৯৭০-৭১
১৯৬২-৬৮
86. 'বায়ান্নর দিনগুলো' কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
একাত্তরের দিনগুলো
আরেক ফাল্গুন
হাঙ্গর নদী গ্রেনেড
অসমাপ্ত আত্মজীবনী
87. 'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ হাসিনা
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
এ.কে ফজলুল হক
88. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?
২৫
২৭
২৬
২৮
89. 'কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ ফজিলাতুন্নেসা মুজিব
শেখ হাসিনা
শেখ রেহানা
90. 'বায়ান্নর দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুই জন
চারজন
তিন জন
পাঁচ জন
91. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
ঢাকা
ফরিদপুর
নারায়ণগঞ্জ
চট্টগ্রাম
92. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো'-তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মওলানা ভাসানী খান সাহেব
ওসমান আলী
93. 'এভাবে মৃত্যু বরণ করে কী লাভ হবে? 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার?
সিভিল সার্জনের
ডেপুটি জেলারের
আমীর হোসেনের
মহিউদ্দিন আহমেদের
94. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কত সালে প্রকাশিত হয়?
জুন, ২০১১
জুলাই, ২০১১
জুন, ২০১২
জানুয়ারি, ২০১৩
95. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 'অসমাপ্ত আত্মজীবনী' লেখা শুরু করেন?
১৯৬৭ সালের শুরুতে
১৯৬৭ সালের মাঝামাঝি
১৯৬৭ সালের ফেব্রুয়ারি
১৯৬৭ সালের শেষে
96. বঙ্গবন্ধু কত তারিখে মৃত্যুবরণ করেন?
১৪ আগস্ট
১৫ আগস্ট
১৬ আগস্ট
১৭ আগস্ট
97. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
১৬ ডিসেম্বর
১৭ মার্চ
১০ জানুয়ারি
৮ জানুয়ারি
98. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির রচয়িতা কে?
আবদুল হামিদ খান ভাসানী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
শেখ মুজিবুর রহমান
এ. কে ফজলুল হক
99. কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারবেনা"।- এখানে কার কথা বলা হয়েছে?
যার সাহস আছে
দাম্ভিক ব্যক্তি
আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি
আত্মাবিশ্বাসী ব্যক্তি
100. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
আমার জীবনী
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
আমার বাংলাদেশ