আধুনিক যুগ MCQ
701. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
আখ্যানকাব্য
702. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
বীর রস
শান্ত রস
করুণ রস
মধুর রস
703. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?"- 'ভিখারী রাঘব' কে?
রাবণ
মেঘনাদ
রাম
বিভীষণ
704. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
হোমারের ইলিয়াড
হোমারের ওডিসি
ভার্জিনের ইনিড
দান্তের ডিভাইন কমেডি
705. বিভীষণের স্ত্রীর নাম কী?
ঊর্মিলা
মন্দোদরী
চিত্রাঙ্গদা
সরমা
706. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
ভদ্রার্জুন
শর্মিষ্ঠা
রাবণবধ
707. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
পদ্মাবতী নাটকে
মেঘনাদবধ মহাকাব্যে
ব্রজাঙ্গনা কাব্যে
বীরাঙ্গনা কাব্যে
708. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যে'র উৎস কী?
রামায়ণ
ভাগবত
মহাভারত
কুমারসম্ভব
709. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
১৮৫২
১৮৬১
১৮৫৩
১৮৬৪
710. রাধা-কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
সারদামঙ্গল
ব্রজাঙ্গনা
বঙ্গসুন্দরী
কৃষ্ণকুমারী
711. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য-
মহাভারত
মেঘনাদবধ
মহাশ্মশান
অশ্রুমালা
712. 'মেঘনাদবধ' কোন ছন্দে রচিত?
পয়ার ছন্দে
ছড়ার ছন্দে
মুক্তক ছন্দে
অমিত্রাক্ষর ছন্দে
713. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি ---
কাহিনীকাব্য
খণ্ড কবিতা সংকলন
পত্রকাব্য
মহাকাব্য
714. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য
715. 'মেঘনাদবধ কাব্যে' সর্গ সংখ্যা কয়টি?
১৫ টি
১২টি
৮টি
৯টি
716. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
রাবণবধ
717. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য-
বিলাতের পত্র
ব্রজাঙ্গনা
বীরাঙ্গনা
হিমালয়
718. 'মেঘনাদবধ' কাব্যের রচিয়তা কে?
হেমচন্দ্র বন্দ্রোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবর্তী
719. 'দি ক্যাপটিভ লেডি' (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
প্রেমেন্দ্র মিত্র
720. 'বীরাঙ্গনা 'পত্রকাব্যে পত্র সংখ্যা কত?
১১
৩১
২১
৪১