আধুনিক যুগ MCQ
681. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব
বেতালপঞ্চবিংশতি
বীরাঙ্গনা
682. "কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন।" এখানে কমল-কানন শব্দের ব্যঞ্জনার্থ-
পদ্মবন
বিদেশি ভাষা
বাংলা ভাষা
ফুলের বাগান
683. 'কপোতাক্ষ নদ' কোন জাতীয় কবিতা?
গদ্য কবিতা
গীতিকবিতা
সনেট
পয়ার
684. অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে" কার উক্তি?
দ্বিজেন্দ্রলাল রায়
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
685. "হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে (অবোধ আমি) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ/ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।" এই পঙক্তিটি কোন কবির রচনা?
গোবিন্দচন্দ্র দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মধুসূদন দত্ত
686. 'বঙ্গভাষা' কবিতায় কবির বক্তব্য-
মাতৃভাষার প্রতি কবির দরদ
বাংলা কবিতার প্রতি আকর্ষণ
স্বপ্নে বাংলা ভাষার প্রতি দরদের নির্দেশ
মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ
687. 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
মাইকেল মধুসূদন দত্ত
অমিয় চক্রবর্তী
688. নিম্নের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
সীতার বনবাস
রামচরিত মানস
রত্নাবতী
মায়াকানন
689. 'একেই কি বলে সভ্যতা' এর রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
690. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
নবীনচন্দ্র সেন
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
691. 'ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,/ এ ভিখারী দশা তবে কেন তোর আজি?' কোন কবিতার অংশ?
সমাধি লিপি
বঙ্গভাষা
মেঘনাদ ও বিভীষণ
কপোতাক্ষ নদ
692. 'বঙ্গভাষা' সনেট প্রথম কী নামে লেখা হয়?
কবি-মাতৃভাষা মাতৃভাষা
আত্মবিলাপ
মহাভাষার
অহংকার
693. " কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন।" 'শৈবালে' বলতে বুঝানো হয়েছে-
নিজভাষাকে
পরভাষাকে
অনাহারক্লিষ্ট জীবনকে
শেওলার দামকে
694. "পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ/ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।" কবি পর ধন বলতে বুঝিয়েছেন-
পরের ধন সম্পত্তিকে
পাশ্চাত্য সাহিত্যকে
বৈদেশিক সম্পদকে
ভিনদেশের লেখক সৃষ্ট সাহিত্যকে
695. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, / হায় রে জীবন-নদে?" কোন কবির উক্তি?
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবতী
কায়কোবাদ
696. 'বঙ্গভাষা' সনেটে ঘটকের মিলবিন্যাস-
কখখকগণ
কথকখগগ
ককখখগগ
গঘঘগঙঙ
697. 'একেই কি বলে সভ্যতা' মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
কাব্য
মহাকাব্য
প্রহসন
উপন্যাস
698. 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম?
নাটক
ছোটগল্প
উপন্যাস
প্রহসন
699. 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
মুক্তক ছন্দ
700. সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে।" চরণ দুটির কবি কে?
মোহিতলাল মজুমদার
সুকান্ত ভট্টাচার্য
সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত