Image
MCQ
265. বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি—
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
দক্ষিণ মহাসাগর
266. ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত-
আটলান্টিক মহাসাগরে এবং গভীরতা প্রায় ৪০১৩৭ ফুট
ভারত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৭০০০ ফুট
প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৬১৯৯ ফুট
উত্তর মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৫১২০ ফুট
267. নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
রোমানিয়া
চেক প্রজাতন্ত্র
মিশর
পোলান্ড
269. প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত-
মারিয়ানা ট্রেঞ্চ
পোয়েটরিকা ট্রেঞ্চ
সুন্দা ট্রেঞ্চ
ম্যাতপান ট্রেঞ্চ
270. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি?
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
দক্ষিণ মহাসাগর
271. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
এন্টার্কটিকা মহাসাগর
প্রশান্ত মহাসাগর
272. W.R.I' কী?
প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
বন সম্পর্কিত প্রতিষ্ঠান
275. কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম?
Extinction Rebellion
Nature compact
Eco Friends
Build better World
277. মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত---
আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে
পৃথিবীর উত্তর গোলার্ধে
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে
ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী স্থানে
278. 'জলবায়ু কন্যা' গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
কানাডা
নেদারল্যান্ডস
সুইডেন
ফিনল্যান্ড
280. কোন দেশটি ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত নয়?
ইরান
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা