MCQ
321. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
৩০%
80%
৫০%
৬০%
322. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
জাপান
ফ্রান্স
যুক্তরাজ্য
দক্ষিণ কোরিয়া
323. ধরিত্রী সম্মেলন (Earth Summit) কোথায় অনুষ্ঠিত হয়?
ইতালি রোমে
আফ্রিকার জোহানেসবার্গে
ব্রাজিলের রিওডিজেনিরোতে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
324. গ্রিনপিস (Greenpeace) কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
নরওয়ে
নিউজিল্যান্ড
পোল্যান্ড
নেদারল্যান্ড
325. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
৮০ বিলিয়ন ডলার
১০০ বিলিয়ন ডলার
১৫০ বিলিয়ন ডলার
২০০ বিলিয়ন ডলার
326. গ্রিনপিস (Greenpeace) কী?
জাতীয়তাবাদী সংগঠন
রাজনৈতিক সংগঠন
মানবতাবাদী সংগঠন
পরিবেশবাদী সংগঠন
327. 'Agenda 21' was adopted by- Or এজেন্ডা-২১ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
UN
ADB
Word Bnak
WTO
328. 'Greenpeace' is an organization dealing with-Or গ্রিনপিস কোন ধরনের সংগঠন?
নারীবাদী
অর্থনৈতিক
সামরিক
পরিবেশবাদী
329. রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
১৫০
১৭৮
১৫৬
১৭৯
330. জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে?
IPCC
COP 21
Greenpeace
Sierra Club
331. 'ভ্যাঙ্কুভার' কোন দেশের সমুদ্র বন্দর?
জার্মানি
স্পেন
কানাডা
রাশিয়া
332. In which of the following cities is the headquater of the Greenpeace International located?
London
Paris
Amsterdam
Geneva
333. ওয়ার্ল্ডওয়াচ কী?
বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা
ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
পৃথিবীর প্রাচীনতম ঘড়ি
কোনটিই নয়
334. 'এজেন্ডা ২১' বিষয়বস্তু কী?
পরমাণু
নারী
পরিবেশ
সন্ত্রাসবাদ
335. What is the animal symbol of World Wildlife fund (WWF)?
Dolphin
Tiger
Kangaroo
Giant Panda
336. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়—
জাপানের নাগাসাকিতে
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
রাশিয়ার আশখাবাদে
কানাডার ভেনকুবারে
337. 'Green Peace' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
আমস্টারডাম
জেনেভা
প্যারিস
রোম
338. UN CBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
মন্ট্রিল
জেনেভা
নাইরোবি
প্যারিস
339. Greenpeace সংগঠনটি উত্তর আমেরিকায় কোন সালে গঠিত হয়?
১৯৭১
১৯৮২
১৯৭২
১৯৮১
340. কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
বার্লিন সম্মেলন
কোপেন হেগেন
কানকুন
ডারবান সম্মেলন