MCQ
1. Which is not a water locked country?/কোনটি দ্বীপরাষ্ট্র নয়?
Australia
Sri Lanka
Maldives
Norway
None of these
2. আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?
Tango
Thailand
Tibet
Tasmania
3. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আর্কটিক মহাসাগর
4. নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র নয়?
Austria
Nepal
Afghanistan
Denmark
5. কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
Vietnam
Nepal
Laos
Afghanistan
6. কুফা কোন নদীর তীরে অবস্থিত?
ইউফ্রোটিস
গোয়ডাল কুইভার
ভলগা
টাইগ্রিস
7. What is the Micronesia?
Small islands situated in the Oceania area (ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ক্ষুদ্র দ্বীপপুঞ্জ)
Process to suck minerals from porous rock (ছিদ্রায়িত শিলা থেকে খনিজ আহরণ পদ্ধতি)
A category of porous rock that contains petroleum (এক ধরনের ছিদ্রায়িত শিলা যা পেট্রোলিয়াম ধারণ করে)
A motherboard used in smart phones (স্মার্ট ফোনে ব্যবহৃত মাদারবোর্ড)
None of these (কোনোটিই নয়)
8. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত-
ইউরেশিয়া
পলিনেশিয়া
মাইক্রোনেশিয়া
ওশেনিয়া
9. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
টাইগ্রিস
সিন্ধু
ইউফ্রেটিস
নীলনদ
10. কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্গত?
নাউরু
কেনিয়া
কিউবা
গায়ানা
11. ওশেনিয়া কাকে বলে?
প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে
ভারত মহাসাগরের সকল দ্বীপকে
উত্তর মহাসাগরের সকল দ্বীপকে
আটলান্টিক মগাসাগরের সকল দ্বীপকে
12. Which one is not an island country?
Nepal
Sri Lanka
Maldives
Iceland
None of these
13. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
Victoria Lake
Baikal Sea
Lake Superior
Caspian Sea
None of these
14. আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?
ইউরাল পর্বত
হিন্দুকুশ পর্বত
পামীর মালভূমি
ভিয়েনশান পর্বত
15. আন্দামান সাগর কোন মহাসাগরে অবস্থিত?
Indian Ocean
Atlantic Ocean
Arctic Ocean
Pacific Ocean
None of them
16. Baghdad stands on the river-
Tigris
Nile
Euphrates
Shatt al-Arab
17. শাত-ইল আরব হলো-
ইরাবতি ও সালুইন নদীর মিলিত প্রবাহ
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
তারিম নদী ও হেলমন্দ নদীর মিলিত প্রবাহ
আমুদরিয়া ও শীরদরিয়া নদীর মিলিত প্রবাহ
18. আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর কোনটি?
Pacific
Arctic
Atlantic
Southern
Caspian
19. কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
যমুনা
ঝিলাম
সিন্ধু
ভাগিরথি
20. মাইক্রোনেশিয়ার অবস্থান হলো-
এশিয়া ও আফ্রিকার মাঝে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
আটলান্টিক ও লোহিত সাগরের মাঝে
এশিয়া ও ইউরোপের মধ্যে