Image
MCQ
1121. কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে?/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে ---
১৯৭৮
১৯৮০
১৯৮৬
১৯৮৮
1122. WIPO এর পূর্ণাঙ্গ রূপ কী?
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স প্রপার্টি অর্গানাইজেশন
1123. Universal Postal Union (UPU) এর সদর দপ্তর কোথায়?/ বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
রোম, ইতালি
বার্ন, সুইজারল্যান্ড
জেনেভা, সুইজারল্যান্ড
ভিয়েনা, অস্ট্রিয়া
1124. বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
1125. WIPO এর মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
1126. জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জানিকভাবে স্বীকৃক্ত মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে?
OPEC
ILO
FAO
WHO
1127. বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়---
২৫ জানুয়ারি
২৬ জানুয়ারি
২৫ এপ্রিল
২৬ এপ্রিল
1129. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
জিমি কার্টার ও রানি দ্বিতীয় এলিজাবেথ
রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
1130. কোন সালে প্রাথমিক স্বাস্থ্য পরিচযা বিষয়ক আলমাআতা ঘোষণা গৃহীত হয়?
১৯৭৪
১৯৭৫
১৯৭৮
১৯৭৯
1131. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন, যুক্তরাজ্য
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
1132. প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়—
১ ডিসেম্বর
১ এপ্রিল
৭ এপ্রিল
৭ ডিসেম্বর
1133. World Health Organization (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? / বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়—
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
প্যারিস, ফ্রান্স
1134. 'WHO' কী নিয়ে কাজ করে? / World Health Organization (WHO) কী নিয়ে কাজ করে?
টেলিযোগাযোগ
নারী ক্ষমতায়ন
স্বাস্থ্য
ব্যবসা
1135. World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস, বেলজিয়াম
লন্ডন, যুক্তরাজ্য
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
1136. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ILO
IDA
IFC
IMF
1137. কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয়? / International Labour Organization (ILO) গঠিত হয়---
১৯১৫ সালে
১৯১৯ সালে
১৯২৫ সালে
১৯২৯ সালে
1138. International Telecommunication Union (ITU) এর সদর দপ্তর কোথায়?
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
বার্লিন, জার্মানি
ব্যাংকক, থাইল্যান্ড
1139. আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
জার্মানি
অস্ট্রিয়া
1140. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী?
লন্ডন ঘোষণা
মস্কো সম্মেলন
আটলান্টিক সনদ
তেহরান সম্মেলন