MCQ
141. সমান্তরাল ও একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহনের জন্য যে গিয়ার ব্যবহার করা হয়, তাকে কী গিয়ার বলে?
হেলিক্যাল
ওয়ার্ম
স্পার
বেভেল
142. গিয়ারের কন্ট্রাক্ট কত হয়?
শূন্য
অসীম
১ এর বেশি
কোনোটিই নয়
143. কোনো প্রজেকষ্টাইলের অনুভূমিক পাল্লা (R) সমান কত?
R = u^2cos2α/g
R = u^2sinα/g
R = u^2cosα/g
R = u^2ranα/g
144. ৮টি লিংকের জন্য কাইনেমেটিক চেইন সংখ্যা কতটি থাকে?
৪টি
১৬টি
২৪টি
২৮টি
145. টুথের দাঁতের সংখ্যা ও পিচ সারকেল ডায়ামিটার মিলিমিটারের অনুপাতকে কী বলে?
ডায়ামেট্রাল পিড
ডায়ামেট্রাল পিড
মডিউল
একটিও নয়
146. পিনিয়ন গিয়ারের ঘূর্ণন সংখ্যা ও আইডেল গিরারের। একবার ঘূর্ণন সংখ্যার অনুপাতকে কী বলে?
গিয়ার রেশিও
গিয়ার মডিউল
পিচ সার্কুরাল
কোনোটিই নয়
147. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয়-
Cast iron
Steel
Copper
Wrought iron
148. গিয়ারের এডেন্ডাম ও ডিভেন্ডাম-এর মধ্যে ফাঁকা স্থানকে বলে-
ডিভেনডাম
অ্যাভেনডাম।
ক্লিয়ারেন্স
কার্যকরী গভীরতা
149. চার বার (Bar) প্রক্রিয়ায় যান্ত্রিক সুবিধা সর্বোচ্চ হবে তখন বেগের অনুপাত - হবে।
সর্বনিম্ন
1
সর্বোচ্চ
1/2
150. Unified thread-এর pitch angle কত?
45°
55°
60°
65°
151. প্রজেক্টাইলের সর্বোচ্চ পাল্লা তখনই হবে, যখন প্রজেকশন কোণ- হয়।
30°
45°
60°
90°
152. আনুভূমিক তলে প্রক্ষিপ্ত কোনো প্রজেক্টাইলেই প্রক্ষিপ্ত সময়ের সূত্র কোনটি?
T= 2u sinα/g
T = 2ucosα/g
T= 2utanα/g
T = 2u/ g sing
153. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি সোজা গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র্যাক
হেলিক্যাল
পিনিয়ন
কোনোটিই নয়
154. Gear-এর Pitch circle-এর ব্যাস এবং দাঁতের সংখ্যার অনুপাতকে বলা হয়?
Module
Back lash
Addendum
Dedendum
155. যে গিয়ারকে অন্য একটি শ্যাফটের সাথে সংযুক্ত করে ঘুরানো হয়, তাকে --গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
156. গিয়ারের আকার সচরাচর প্রকাশ করা হয় দ্বারা।
প্রেসার অ্যাঙ্গেল
সার্কুলার পিচ
ডায়ামেট্রাল পিচ
পিচ সার্কেল ডায়ামিটার
157. শক্তি স্থানান্তরের জন্য শক্তির উৎসের শ্যাফটের সাথে সংযোজিত গিয়ারকে -গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
158. দুটি সমদূরবর্তী সমতলীয় শ্যাফট যখন শ্যাফট অক্ষের সমান্তরাল দাঁতবিশিষ্ট গিয়ার দ্বারা যুক্ত হয়, এরূপ সংযোজনকে বলে-
স্পার গিয়ারিং
হেলিক্যাল গিয়ারিং
বেভেল গিয়ারিং
স্পাইরাল গিয়ারিং
159. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি বৃত্তাকার গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র্যাক
পিনিয়ন
হেলিক্যাল
সবকয়টি
160. গিয়ারকে মধ্যবর্তী বেগের গিয়ার বলা হবে, যখন তাদের পেরিফেরাল বেগ-
1-3 m/sec
3-15 m/sec
15-30 m/sec
30-50 m/sec