MCQ
201. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
202. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
g/2 গুণ বৃদ্ধি পাবে
g গুণ বৃদ্ধি পাবে
2g গুণ কমিবে
2g গুণ বৃদ্ধি পাবে
203. মোমেন্ট-এর জন্য কোনটি সঠিক?
বল X দূরত্ব
বল X লম্ব দূরত্ব
টর্ক X দূরত্ব
বল X সরণ
204. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
205. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
206. একটি বস্তুর দুইটি ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুইটি বলকে কী বলে?
বলের মোমেন্ট
বল বিভাজন
কাপল
লব্ধি
207. লিভার কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
208. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
209. যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে কী অক্ষ বলে?
রেফারেন্স অক্ষ
লেখচিত্র অক্ষ
প্রতিসম অক্ষ
জ্যামিতিক অক্ষ
210. মোমেন্ট কয় প্রকার?
৫ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
211. কোনটি টর্কের সূত্র?
F x r
2T
2N
NT
212. বস্তুর যে কেন্দ্র বরাবর পৃথিবী আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর বলে।
মোমেন্ট অব ইনার্শিয়া
ভরকেন্দ্র
ত্বরণ
বল
213. জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
214. একটি বস্তুর কয়টি ভরকেন্দ্র থাকে?
১টি
২টি
৩টি
৪টি
215. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়
216. ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে, 1xx = কত
IcG + A (y ̅ - y)^2
IcG + A (x ̅ - x) ²
ক , খ
কোনোটিই নয়
217. একটি বাঁকা শক্ত দণ্ডের এক প্রান্তে কবজা দ্বারা আটকানো থাকলে তাকে কী বলে?
মোমেন্ট
স্ক্র
লিভার
সবকয়টি
218. চিত্রে প্রদর্শিত O বিন্দুর সাপেক্ষে P বলের মোমেন্ট-
P X OA
P x OB
P X OC
P X AO
219. ভরকেন্দ্র কয়টি পদ্ধতিতে নির্ণয় করা যায়?
৫টি
৩টি
৬টি
৪টি
220. একটি যুগল (Couple) মোশন (Motion) উৎপন্ন করে-
ট্রান্সলেটরি মোশন
রোটেশনাল মোশন
ট্রান্সলেটরি ও রোটেশনাল মোশন
কোনোটিই নয়