MCQ
261. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?
ক্ষমতা
কাজ
ইনার্শিয়া
কোনোটিই নয়
262. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক
263. প্রশ্নের মধ্যে সাম্যাবস্থার কথা বলা থাকলে লব্ধি বল কী করতে হয়?
লব্ধি উল্টাতে হয়
লব্ধি উল্টাতে হয় না
ক ও খ
কোনোটিই নয়
264. নিচের কোনটি পোলার ভেক্টর নয়?
বল
কৌণিক বেগ
ওজন
কোনোটিই নয়
265. সরণ কত হলে কাজ শূন্য হবে?
এক
দুই
শূন্য
তিন
266. ∑V(+ve) ও ∑H(-ve) হলে লব্ধি বল কোন চতুর্ভাগে অবস্থান করবে?
২য়
৩য়
৪ র্থ
১ম
267. P বল X অক্ষের সাথেও কোণে ক্রিয়া করলে আনুভূমিক বল কোনটি হবে?
Prinθ
Pcosθ
Ptanθ
Pcotθ
268. নিচের কোনটি সঠিক?
মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক গুণফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক ভাগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক বিয়োগফল শূন্য
269. লব্ধি (x-x') অক্ষ বরাবর ডান দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x-x' বরাবর ডানে
y-y' বরাবর উপরে
x-x' বরাবর বামে
কোনোটিই নয়
270. কোনটি বলের সমীকরণ?
ভর x ত্বরণ
ভর x সরণ
ভর x বেগ
কোনোটিই নয়
271. Joule কী?
কাজের একক
বলের একক
ক্ষমতার একক
শক্তির একক
272. লিমিটিং ফ্রিকশন সূত্রটি কে আবিষ্কার করেন?
Leonardo Da Vinci
Newton
Laplace
কোনোটিই নয়
273. বল Y অক্ষের সাথে θ কোণে ক্রিয়া করলে আনুভূমিক বল কোনটি হবে?
Ptanθ
Pcotθ
Psinθ
Pcosθ
274. লিনিয়ার মোমেন্টাম নিউটনের কোন সুত্রে উল্লেখ আছে?
প্রথম সূত্রে
দ্বিতীয় সূত্রে
তৃতীয় সূত্রে
কোনোটিই নয়
275. বল কী রাশি?
ভেক্টর
স্কেলার
ক ও খ
কোনোটিই নয়
276. অক্ষের সাথে ও কোণবিশিষ্ট কোনো একটি বলকে সর্বোচ্চ কয়টি উপাংশে বিভক্ত করা যায়?
একটি
দুইটি
তিনটি
চারটি
277. লব্ধি (y-y') অক্ষ বরাবর নিচের দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x- x' বরাবর ডানে
y- y' বরাবর উপরে
যে-কোনো দিকে
কোনোটিই নয়
278. এক কেজি বল সমান কত নিউটন?
1.02 নিউটন
8.9 নিউটন
9.81 নিউটন
12 নিউটন
279. 'প্রয়োগ বিন্দু জানা' কীসের বৈশিষ্ট্য?
কাজ
ক্ষমতা
স্থিতিস্থাপকতা
বল
280. দিক রাশি কোনটি?
ত্বরণ
ভর
কাজ
তাপমাত্রা