Image
MCQ
262. প্রশ্নের মধ্যে সাম্যাবস্থার কথা বলা থাকলে লব্ধি বল কী করতে হয়?
লব্ধি উল্টাতে হয়
লব্ধি উল্টাতে হয় না
ক ও খ
কোনোটিই নয়
265. নিচের কোনটি সঠিক?
মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক গুণফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক ভাগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক বিয়োগফল শূন্য
268. অক্ষের সাথে ও কোণবিশিষ্ট কোনো একটি বলকে সর্বোচ্চ কয়টি উপাংশে বিভক্ত করা যায়?
একটি
দুইটি
তিনটি
চারটি
269. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?
ক্ষমতা
কাজ
ইনার্শিয়া
কোনোটিই নয়
273. লব্ধি (y-y') অক্ষ বরাবর নিচের দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x- x' বরাবর ডানে
y- y' বরাবর উপরে
যে-কোনো দিকে
কোনোটিই নয়
274. লিনিয়ার মোমেন্টাম নিউটনের কোন সুত্রে উল্লেখ আছে?
প্রথম সূত্রে
দ্বিতীয় সূত্রে
তৃতীয় সূত্রে
কোনোটিই নয়
276. লব্ধি (x-x') অক্ষ বরাবর ডান দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x-x' বরাবর ডানে
y-y' বরাবর উপরে
x-x' বরাবর বামে
কোনোটিই নয়
277. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক