Image
MCQ
261. লব্ধি (y-y') অক্ষ বরাবর নিচের দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x- x' বরাবর ডানে
y- y' বরাবর উপরে
যে-কোনো দিকে
কোনোটিই নয়
262. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?
ক্ষমতা
কাজ
ইনার্শিয়া
কোনোটিই নয়
265. লিনিয়ার মোমেন্টাম নিউটনের কোন সুত্রে উল্লেখ আছে?
প্রথম সূত্রে
দ্বিতীয় সূত্রে
তৃতীয় সূত্রে
কোনোটিই নয়
266. অক্ষের সাথে ও কোণবিশিষ্ট কোনো একটি বলকে সর্বোচ্চ কয়টি উপাংশে বিভক্ত করা যায়?
একটি
দুইটি
তিনটি
চারটি
269. নিচের কোনটি সঠিক?
মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক গুণফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক ভাগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক বিয়োগফল শূন্য
277. প্রশ্নের মধ্যে সাম্যাবস্থার কথা বলা থাকলে লব্ধি বল কী করতে হয়?
লব্ধি উল্টাতে হয়
লব্ধি উল্টাতে হয় না
ক ও খ
কোনোটিই নয়
278. লব্ধি (x-x') অক্ষ বরাবর ডান দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x-x' বরাবর ডানে
y-y' বরাবর উপরে
x-x' বরাবর বামে
কোনোটিই নয়
280. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক