MCQ
161. ফ্লাট বেল্টে ড্রাইভিং টেনশনের অনুপাত-
T1/T2 = μθ
log×T1/T2= μθ
T1/T2 = e^ μθ
T1/T2 = log^ μθ
162. রেডিয়াস অব জাইরেশন (k) হলো-
√(A/I)
√(I/A)
√AI
√(I/AI)
163. সর্বোচ্চ ক্ষমতার জন্য বেল্টের গতি-
T/3
T.3/3
√(T/3m)
√(3m/T)
164. স্প্রিং ক্ষেত্রে টানের সূত্র কোনটি?
T = Kδ
TK = AB
T = Ksinθ
T = Kcosθ
165. একটি স্কু জ্যাক-এর কার্যদক্ষতা সর্বোচ্চ হবে, যখন-
α= 45°+ ϕ/2
α = 45° - ϕ/2
α= 90°+ ϕ
α= 90°- ϕ
166. মোমেন্ট অব ইনার্শিয়ার কয় পদ্ধতিতে নির্ণয় করা হয়?
৩ পদ্ধতি
২ পদ্ধতি
৫ পদ্ধতি
৪ পদ্ধতি
167. একটি ক্রু জ্যাক-এ লোড W-কে উত্তোলনের জন্য প্রয়োজনীয় বল-
P = W tan(ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W cos (ɑ+ϕ)
168. একই সমতুল্য চাপ বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং- এর ফ্রিকশনাল টর্ক প্রযুক্ত হয়-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
169. আয়তক্ষেত্রের প্রশস্ত অংশ বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া কত?
bd^3/3
bd^3/12
dh^3/3
db^3/3
170. মানুষ তার হাতকে ইচ্ছেমতো নাড়াতে বা উপর-নিচে উঠানামা করাতে পারে। এই বিষয়টি যান্ত্রিকভাবে কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
বল ও সকেট
ট্রেনের হেলিক্যাল স্প্রিং
বৈদ্যুতিক তারের কম্পনরোধক ড্যাম্পার
ক খ ও গ সবগুলোই সঠিক
171. কংক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়-
ট্রিপার
ফেন
ট্রাক
বেল্ট কনভেয়র
172. ভি-বেল্টের গ্রুত অ্যাঙ্গেল সাধারণত কত থাকে?
20°-30°
34°-38°
40°-44°
55°-60°
173. 10kg ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত?
2.5 kg-m²
40kg-m²
50kg- m²
70kg-m²
174. একটি স্কু জ্যাক-এ লোড W-কে নিচে নামানোর জন্য এ প্রয়োজনীয় 'বল-
P = W tan(ɑ-ϕ)
P = W tan(ɑ+ϕ)
P = W tan(ϕ-ɑ)
P = W cos(ϕ+ɑ)
175. কোনো ক্ষেত্রের বা সেকশনের ভয়কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অব ইনার্শিয়াকে ঐ ক্ষেত্রের বা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ হতে বহিঃস্থ প্রান্ডের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে-
জড়তার ভ্রামক
সেকশন মডুলাস
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
কোনোটিই নয়
176. সলিনয়েড দেখতে কোনটির অনুরূপ?
প্লাইয়ার
স্প্রিং
হাতুড়ি
টেস্টটিউব
177. নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্ব ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত ধরা হয়, তাকে চক্রগতির বলে।
ব্যাস
ব্যাসার্ধ
আয়তন
ক্ষেত্রফল
178. ০.১২৫ সেমি ব্যাসের ইস্পাতের তার দিয়ে নির্মিত একটি হেলিক্যাল স্প্রিং-এর গড় ব্যাস ১.২৫ সেমি হলে তার স্প্রিং ইনডেক্স হবে-
১০
০.১০
১১
০.১১
179. জু-এর দক্ষতার সূত্র কোনটি?
դ = cotɑ/tan(ɑ+ϕ)
դ = tanɑ / tan(ɑ+ϕ)
դ = tan(ɑ+ϕ)/tanx
কোনোটিই নয়
180. সমতুল ক্ষয় বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং-এর ফ্রিকশনাল টর্ক-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ