MCQ
61. ভাষার মূল উপাদান কী?
বর্ণ
শব্দ
ধ্বনি
বাক্য
62. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ
63. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
মানিক বন্দ্রোপাধ্যায়
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
64. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
65. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
66. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
67. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
68. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
রক্ত পদ্ম
মাকড়সা
ফেরি আসছে
কবর
69. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
70. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক
71. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
72. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
73. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
74. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার