ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
121. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
122. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
130W
65W
25W
75W
123. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?
২৩০ ভোল্ট
৪০০ ভোল্ট
৪১৫ ভোল্ট
১১০ ভোল্ট
124. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
125. কোনটির একক নেই?
ঘনত্ব
আপেক্ষিক গুরুত্ব
চাপ
আয়তন
126. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
127. সাবমার্জড আর্ক ওয়েল্ডিং কোনটি ব্যবহৃত হয়?
Blanket flux
Basic flux
Luminous flux
Electric flux
128. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
129. কেনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
কমবে
বাড়বে
সমান থাকবে
কোনোটিই নয়
130. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency)-
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
131. প্যার্টানে ড্রাফট কেন ব্যবহার করা হয়?
Remove pattern hardly
Remove pattern easily
Remove pattern quickly
কোনোটিই নয়
132. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
133. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
134. এক অশ্বক্ষমতা সমান-
৭৩৬ ওয়াট
৭৪৯ ওয়াট
৭৪৬ ওয়াট
৭৩৭ ওয়াট
135. Airconditioner-এর capacity প্রকাশ করা হয়-
Watt
HP
kWh
Tons
136. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
137. ১টি 1 ton AC ১ ঘণ্টা চালু থাকলে কত বিদ্যুৎ খরচ হবে?
1 kWh
1.5 kWh
2 kWh
3 kWh
138. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
রান্নার জন্য তাপের সঙ্গে চাপও কাজে লাগে
বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তাপ ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
139. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
140. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েন্ডিং পদ্ধতি কোনটি?
Seam
Soldering
Projection
কোনোটিই নয়