Image
ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
81. রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ থাকে-
ম্যাগনেটিক সুইচ
রাইস কুক ল্যাম্প
হিটিং প্লেট
সবগুলো
82. বাসাবাড়িতে ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
300W থেকে 500W
500W থেকে 1000W
1000W থেকে 2500W
2000W থেকে 3500W
85. হিট রিফ্লেকটর চকচকে আয়নার মতো না হলে কী হয়?
তাপের রেডিয়েশনের মাত্রা কমে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা একই থাকে
কোনোটিই না
86. "কুক” পজিশন থেকে "ওয়ার্ম” পজিশনে আসতে কত সময় লাগে?
৫ থেকে ১০ মিনিট
১০ থেকে ১৫ মিনিট
১৫ থেকে ২০ মিনিট
২০ থেকে ২৫ মিনিট
87. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
88. রাইস কুকারের মূল অংশটি কীসের তৈরি?
লোহার
সিলভারের
স্টিলের
অ্যালুমিনিয়ামের
89. "ওয়ার্ম” পজিশনে ভাত কত ঘণ্টা গরম থাকে?
২ থেকে ৬ ঘণ্টা
৩ থেকে ৮ ঘণ্টা
৪ থেকে ১০ ঘণ্টা
৫ থেকে ১২ ঘণ্টা
90. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
হিটিং প্লেটের মাঝখানে
হিটিং প্লেটের উপরে
হিটিং প্লেটের নিচে
আউটার লিডে
91. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
93. রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
ক্রোমিয়াম
নিকেল
স্টিল
নাইক্রোম
94. সিলিন্ড্রিক্যাল টাইপ ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
750W
1000W
1500W
2000W
95. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
এবোনাইট
স্টিল
প্লাস্টিক
কোনোটিই নয়
96. টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটর কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
97. টেবিল ফ্যান কত ধরনের হয়?
দুই ধরনের
তিন ধরনের
চার ধরনের
পাঁচ ধরনের
98. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
99. গিজারের ইনার ও আউটলেট পাইপ কীসের তৈরি?
নিকেল প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ক্রোমিয়াম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
নাইক্রোম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
সিলভার প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
100. গিজারের আউটার ভেসেল কীসের তৈরি?
লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি
লেড কোটিংযুক্ত নিকেলের তৈরি
লেড কোটিংযুক্ত নাইক্রোমের তৈরি
লেড কোটিংযুক্ত সিলভারের তৈরি