ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
41. মাইক্রোওয়েভ ওভেন কোন নীতিতে কাজ করে?
কেমিক্যাল নীতিতে
মেকানিক্যাল নীতিতে
তাপনীতিতে
ক ও খ
42. হস্তচালিত রেফ্রিজারেশন কত সালে তৈরি হয়?
১৯১০
১৯১৩
১৯২০
১৯৩০
43. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসার
কন্ডেন্সার
ব্লোয়ার
ইউপোরেটর
44. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
45. । মাইক্রোওয়েভ ওভেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
ব্লোয়ার মোটর
সিরিজ মোটর
46. মাইক্রোওয়েভ ওভেনে বস্তুকণাগুলো প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
৪.৯ মিলিয়ন বার
৫.৯ মিলিয়ন বার
৬.৯ মিলিয়ন বার
৭.৯ মিলিয়ন বার
47. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
48. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
১ থেকে ২ গ্যালন
২ থেকে ৩ গ্যালন
৩ থেকে ৪ গ্যালন
৪ থেকে ৫ গ্যালন
49. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
১৯২০
১৯৩০
১৯৪০
১৯৫০
50. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
51. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
Jin an tube
Microchannel technology
Coiled tube
ক ও খ
52. রেফ্রিজারেশনের অর্থ কী?
তরলীকরণ
"হিমায়ন” বা ঠান্ডাকরণ
বাষ্পীকরণ
শীতাতপ নিয়ন্ত্রণ
53. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
টাইমার সুইচ কন্ট্যাক্ট
টাইমার মোটর
টাইমার বেল
সবগুলো
54. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
55. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
56. ডি-হিউমিডিফায়ারের কাজ কী?
বাতাসের আর্দ্রতা কমায়
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
উভয় কাজ করে
কোনোটিই না
57. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মাইক্রোওয়েভ এনার্জি
মেকানিক্যাল এনার্জি
58. মাইক্রোওয়েভ এনার্জির ফ্রিকুয়েন্সি আনুমানিক কত?
2450MHz
2700MHz
2900MHz
3100MHz
59. রেফ্রিজারেন্ট হিসাবে ডি-হিউমিডিফায়ারে কী ব্যবহৃত হয়?
ফ্রেয়ন গ্যাস
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
CFCs
60. মাইক্রোওয়েভ ওভেনের কুকিং সুইচ অন করলে কী কী সক্রিয় হয়?
ব্লোয়ার মোটর
কুকিং রিলে
ম্যাগনেট্রন টিউব
সবগুলো