ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
41. মাইক্রোওয়েভ ওভেনের কুকিং সুইচ অন করলে কী কী সক্রিয় হয়?
ব্লোয়ার মোটর
কুকিং রিলে
ম্যাগনেট্রন টিউব
সবগুলো
42. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মাইক্রোওয়েভ এনার্জি
মেকানিক্যাল এনার্জি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: মাইক্রোওয়েভ এনার্জির পরিমাণ 2450 MHz। এই উচ্চ গতিসম্পন্ন লাইট এনার্জি অসিলেশনের কারণে খাদ্যবস্তু খুব কম সময়ে রান্না করা যায়।
43. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসার
কন্ডেন্সার
ব্লোয়ার
ইউপোরেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: কম্প্রেসরকে ডিহিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলে। কারণ একটি সিস্টেমের মধ্যে হিমায়ক পরিক্রম করা এবং হিমায়ক কর্তৃক বাহিত তাপ কন্ডেন্সারের মাধ্যমে বর্জন করতে সাহায্য করে।
44. হস্তচালিত রেফ্রিজারেশন কত সালে তৈরি হয়?
১৯১০
১৯১৩
১৯২০
১৯৩০
45. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: এয়ারকন্ডিশনিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ- 'শীতাতপ নিয়ন্ত্রণ'।
46. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
টাইমার সুইচ কন্ট্যাক্ট
টাইমার মোটর
টাইমার বেল
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের তিনটি অংশ। যথা- (i) টাইমার সুইচ কন্ট্যাক্ট, (ii) টাইমার মোটর ও (iii) টাইমার বেল।
47. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: মাইক্রোওয়েভ ওভেনে হিট কন্ট্রোল অংশ পাঁচটি। যথা-
(i) থার্মোকাট আউট, (ii) ব্লোয়ার মোটর, (iii) ওভেন থার্মোস্ট্যাট, (iv) কুলিং ফ্যান অফ ম্যাগনেট্রন ও (v) স্টিরার মোটর।
48. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
১৯২০
১৯৩০
১৯৪০
১৯৫০
49. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
Jin an tube
Microchannel technology
Coiled tube
ক ও খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ডিহিউমিডিফায়ারে একটি সম্পূর্ণ হারমেটিক্যাল শীতল ব্যবস্থা যা Cooling system থাকে। এর কন্ডেন্সার এবং ইভাপোরেটরটি একই প্রকোষ্ঠে বা চেম্বারে স্থাপিত থাকে। যদিও ইভাপোরেটর 'কুলিং কয়েল' নামে পরিচিত।
50. । মাইক্রোওয়েভ ওভেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
ব্লোয়ার মোটর
সিরিজ মোটর
51. মাইক্রোওয়েভ ওভেনে বস্তুকণাগুলো প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
৪.৯ মিলিয়ন বার
৫.৯ মিলিয়ন বার
৬.৯ মিলিয়ন বার
৭.৯ মিলিয়ন বার
52. ডি-হিউমিডিফায়ারের কাজ কী?
বাতাসের আর্দ্রতা কমায়
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
উভয় কাজ করে
কোনোটিই না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক ডিহিউমিডিফায়ারের কাজ হলো বাতাসের জলীয়কণা শোষণ করে এবং আর্দ্রতাকে কমিয়ে ঘর, আসবাবপত্র ও যন্ত্রপাতিকে রক্ষা করা।
53. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: তাপমাত্রা অপসারণের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর তিন প্রকার। যথা- (i) ফ্রস্ট টাইপ, (ii) ডিফ্রস্ট টাইপ ও (iii) নো- ফ্রস্ট টাইপ।
54. রেফ্রিজারেশনের অর্থ কী?
তরলীকরণ
"হিমায়ন” বা ঠান্ডাকরণ
বাষ্পীকরণ
শীতাতপ নিয়ন্ত্রণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রেফ্রিজারেশন হচ্ছে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে কোনো বস্তু বা স্থানের তাপমাত্রা, পার্শ্বস্থ তাপমাত্রা হতে কমিয়ে রাখা যায়।
55. রেফ্রিজারেন্ট হিসাবে ডি-হিউমিডিফায়ারে কী ব্যবহৃত হয়?
ফ্রেয়ন গ্যাস
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
CFCs
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রেফ্রিজারেটরের মতোই ডিহিউমিডিফায়ারে রেফ্রিজারেন্ট (সাধারণত ফ্রেয়ন গ্যাস) ব্যবহৃত হয়।
56. মাইক্রোওয়েভ ওভেন কোন নীতিতে কাজ করে?
কেমিক্যাল নীতিতে
মেকানিক্যাল নীতিতে
তাপনীতিতে
ক ও খ
57. মাইক্রোওয়েভ এনার্জির ফ্রিকুয়েন্সি আনুমানিক কত?
2450MHz
2700MHz
2900MHz
3100MHz
58. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
১ থেকে ২ গ্যালন
২ থেকে ৩ গ্যালন
৩ থেকে ৪ গ্যালন
৪ থেকে ৫ গ্যালন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: একটি ডিহিউমিডিফায়ার সারাদিন একটি প্রমাণ সাইজের রুম হতে ৩ থেকে ৪ গ্যালন পরিমাণ পানি অপসারণ করতে পারে।
59. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
60. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার